বলিউড মানেই স্টারকিডের ভিড়। কিন্তু সেই ভিড়ের মাঝেও হাতে গোনা কয়েকজন আছেন, যাঁদের নামের পাশে কখনও ‘নেপোটিজম’-এর তকমা সেঁটে বসেনি। তাঁদের মধ্যেই অন্যতম এক অভিনেত্রী, যাঁর পরিচয় তৈরি হয়েছে রক্তসূত্রে নয়, একেবারে নিজস্ব প্রতিভায়। আশ্চর্যের বিষয়, তাঁর বলিউডে প্রথম কাজটিও ছিল মায়ের ছবিতেই। তিনি, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা।
2
7
কঙ্কনা প্রায় সব প্রথম সারির বলিউড তারকার সঙ্গেই পর্দা ভাগ করেছেন। ফিল্মি পরিবারে জন্মালেও তাঁকে কখনও ‘নেপো প্রোডাক্ট’ বলা হয়নি। বলিউডে পা রাখার আগে তিনি প্রথম অভিনয় করেছিলেন একটি বাংলা ছবিতে, তাও নেগেটিভ চরিত্রে। সেখান থেকেই শুরু হয় তাঁর অভিনয়যাত্রা। কেরিয়ারের দশম বছরে কঙ্কনা বিয়ে করেন এক প্রতিভাবান কিন্তু বক্স অফিসে তেমন সফল না হওয়া অভিনেতা রণবীর শোরে-কে। সেই সম্পর্কও টেকেনি, এক দশক পর ভাঙে সেই সংসার।
3
7
কঙ্কনার বেড়ে ওঠা একেবারেই শিল্পী পরিবারে। তাঁর মা অপর্ণা সেন খ্যাতনামা পরিচালক ও অভিনেত্রী। বাবা মুকুল শর্মা-বিশিষ্ট লেখক ও সাংবাদিক। এমন সৃষ্টিশীল পরিবেশে বড় হওয়াটাই তাঁর জীবনের গতিপথ অনেকটা ঠিক করে দিয়েছিল।
4
7
শুধু মা-বাবাই নন, কঙ্কনার দাদু (মায়ের বাবা) চিদানন্দ দাশগুপ্ত ছিলেন চলচ্চিত্র সমালোচক ও লেখক। ফলে সিনেমা আর সাহিত্য দুটোই ছিল তাঁর পরিবারের দৈনন্দিন আলোচনার অংশ। খুব ছোট বয়স থেকেই অভিনয়ের প্রতি স্বাভাবিক ঝোঁক তৈরি হয় কঙ্কনার।
5
7
মাত্র চার বছর বয়সে, ১৯৮৯ সালে, মা অপর্ণা সেনের পরিচালনায় বাংলা ছবি ‘ইন্দিরা’-তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন কঙ্কনা। তাঁর স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি তখনই নজর কেড়েছিল দর্শকদের। পরে ২০০০ সালে ‘এক যে আছে কন্যা’ ছবির মাধ্যমে পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ, তাও এক নেগেটিভ চরিত্রে। তাঁর সেই অভিনয় প্রবল প্রশংসিত হয় সমালোচক মহলে।
6
7
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বরাবর মনোযোগী ছিলেন কঙ্কনা। দিল্লির নামী কলেজ সেন্ট স্টিফেনস থেকে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক হন তিনি। সাহিত্যচর্চাই হয়তো তাঁর অভিনয়ের গভীরতা আর গল্প বেছে নেওয়ার বোধকে আরও শাণ দিয়েছে।
7
7
অভিনয়ের বাইরেও কঙ্কনার আগ্রহ রয়েছে ফ্যাশনে। নানা ফ্যাশন শো-তে ব়্যাম্পে হেঁটেছেন তিনি। গ্ল্যামারের চেয়ে নিজস্ব স্টাইল আর আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়েই নিজেকে আলাদা করে তুলেছেন ইন্ডাস্ট্রিতে।