দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। কিন্তু রাতভর ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার যে ছবি দেখা গেল খাস কলকাতায়, তা যেন সকলের কাছে অভাবনীয়। অনেকেরই মতে, গত এক দশকে শহরের এমন পরিস্থিতি দেখা যায়নি। উত্তর থেকে দক্ষিণ কলকাতা রীতিমতো জলে ভাসছে।
2
8
একটানা ভারী বৃষ্টিতে হাঁটু সমান জল কলেজ স্ট্রিটে। বহু দোকানপাট জলমগ্ন। জল ঢুকেছে বহু ক্যাফে, বিয়ের দোকানে। পুজোর মুখে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন ব্যবসায়ীরা। দোকানে জল ঢুকে প্রচুর বই নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের মতে, আমফানের সময়েও এত ক্ষতি হয়নি।
3
8
হাতে আর কয়েকদিন। তারপরেই ঠাকুর ঢুকবে মণ্ডপে মণ্ডপে। পুজো মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছিল জোরকদমে। প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক পুজো মণ্ডপেও জল ঢুকেছে। একাধিক এলাকায় পুজো মণ্ডপের বেহাল দশা। যা ঘিরেও মাথায় হাত শিল্পীদের।
4
8
জলমগ্ন সেক্টর ফাইভ। করুণাময়ী থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় জল থইথই দশা। গাড়ি চলাচল প্রায় বন্ধ বললেই চলে। রাস্তায় নেই রিক্সা। জল ফেলে অফিসে পৌঁছতে রীতিমতো কালঘাম ছুটছে কর্মীদের। এখানেও ভোগান্তির শেষ নেই।
5
8
জল জমেছে রেল লাইনেও। মঙ্গলবার সকাল থেকে মেইন লাইন ও বনগাঁ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। কয়েক ঘণ্টা দেরিতে ট্রেন চলাচল করে। কলকাতা থেকে ১৩১১৩ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে ১৩১৭৭ শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। জল জমার কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগে ট্রেন চলাচল বন্ধ করা হয় সকালের দিকে।
6
8
মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন সব বিভাগের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এদিন বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বাতিল করা হয়েছে। বৈঠকও বাতিল করা হয়েছে।
7
8
পাশাপাশি আজ কলকাতার একাধিক সরকারি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
8
8
এক্স হ্যান্ডলে পোস্ট করে সিইএসসি জানিয়েছে, “একটানা বৃষ্টিতে জমা জল এবং নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। জল না নামা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।” সিইএসসি আরও জানিয়েছে, “বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, বেলিয়াঘাটা, আলিমুদ্দিন স্ট্রিট, কাঁকুরগাছির একাংশ, টালিগঞ্জ, বেহালা, এলগিন রোড ছাড়াও আরও কিছু এলাকায় পরিষেবা ব্যাহত হবে। আমাদের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা করছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”