মুম্বইয়ের রাজনীতিতে পাওয়ার হাউসের দেওয়ালে চিড় ধরেছিল বছর খানেক আগেই। কাদা ছোড়াছুড়ির পর্ব মিটিয়ে, বাণিজ্য নগরে পাওয়ার হাউসের আলো একসঙ্গে জ্বলবে ফের, সে জল্পনাও মুম্বইয়ের ভোট বাজারে তীব্র হয়েছে গত কয়েকদিনে। তবে তা আর হল না।
2
9
২৮ জানুয়ারি ২০২৬। বুধবার। ভারতের রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিমান বিপর্যয় এবং মৃত্যুর তালিকায় যুক্ত হল আরও একটি নাম। অজিত পাওয়ার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
3
9
অজিত পাওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে, হেভিওয়েট নেতা। রাজনীতিতে উত্থান মূলত, কাকা শরদ পাওয়ারের ছাতার তলায় দাঁড়িয়ে থেকেই। পরে রাজনীতি আর ক্ষমতার কেন্দ্রে থাকতে, সেই কাকার হাত ছেড়ে, কাকার গড়ে তোলা দলও ছাড়তে পিছপা হননি।
4
9
১৯৫৯-২০২৬, শৈশব, বাবাকে হারানো, চিনি কারখানা থেকে ভোট লড়া এবং টানা সাতবারের বারামতীর বিধায়ক, কাকার এনসিপি থেকে নিজের এনসিপি শিবির, গেরুয়া শিবিরের সঙ্গে জোট, একাধিকবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী অজিত পাওয়ারের রাজনীতি নিয়ে চর্চা হয়েছে বহু। তবে তাঁর মৃত্যুর পর চর্চা অজিত পাওয়ারের ব্যক্তি জীবন নিয়েও।
5
9
রাজনীতি, সভা, সমাবেশের মধ্যে কিংবা বাইরে, কেমন ছিলেন 'অজিত দাদা?' একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অজিত পাওয়ারের নানা পছন্দের দিক উঠে এসেছে গতকাল থেকে।
6
9
অজিত পাওয়ার আনুষাঙ্গিক জিনিসপত্রের ব্যাপারে খুবই খুঁতখুঁতে ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তিনি প্রায়শই মেবাখ এবং রে-ব্যানের মতো সুপরিচিত, দামী ব্র্যান্ডের মোটা, গাঢ় বা গ্রেডিয়েন্ট সানগ্লাস বেছে নিতেন নিজের জন্য।
7
9
বছরখানেক আগে, সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, তিনি কলম, ঘড়ি এবং সানগ্লাস পছন্দ করেন। পছন্দকরেন নানা আনুষাঙ্গিক জিনিসপত্র। তাঁর গোলাপি জ্যাকেট, রোদচশমা নিয়ে চর্চা হয়েছে একাধিকবার নানা মহলে।
8
9
তিনি যদিও সাজগোজের ব্যাপারে যে 'টিপটপ' নিজেই স্বীকার করতেন। জানা যায়, ছোটবেলা থেকেই নিজের জামাকাপড় গুছিয়ে রাখতেন, নিয়ম করে প্রতিদিন পরিষ্কার করতেন সাইকেল।
9
9
সতীর্থরা জানিয়েছেন, তিনি সোফার পিছনের ধুলোর দিকেও যেমন নজর রাখতেন, নজর থাকত টিভির উপরের ধুলোর দিকেও।