শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হল আইপিএল। আইপিএলের ১৮তম সংস্করণের প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল আরসিবি।
2
6
এবারের আইপিএলের প্রথম ম্যাচে একটা বিষয় ছিল নতুন। দুই দলই নতুন অধিনায়ক নিয়ে এবার আইপিএলে নামল। আরসিবির নতুন অধিনায়ক রজত পাতিদার এবং কেকেআর এবার অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছে অজিঙ্ক রাহানের হাতে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে ৩১ বলে ৫৬ করেন রাহানে।
3
6
এবার কেকেআরের অধিনায়ক হয়ে এক নতুন রেকর্ড গড়লেন রাহানে। এর আগে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন রাহানে। ২৪টি ম্যাচে রাজস্থানের অধিনায়কত্ব করেছেন তিনি। একটি ম্যাচের জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন রাইজিং পুণে সুপারজায়ান্টসের। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএলের ইতিহাসে তিনটি ফ্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করেছেন।
4
6
তবে খুব শীঘ্রই রাহানেকে ছুঁয়ে ফেলবেন শ্রেয়স আইয়ার। আগামী ২৫ মার্চ পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে মাঠে নামার পর শ্রেয়স নাম লেখাবেন এই তালিকায়। রাহানের মতোই শ্রেয়সও তিনটি ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে লিড করেছেন মাঠে। পাঞ্জাবের আগে কেকেআর এবং দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে ছিলেন তিনি।
5
6
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম হলেও আইপিএলের ইতিহাসে রাহানে চতুর্থ খেলোয়াড় যিনি তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হয়েছেন। রাহানের সঙ্গে এই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ, কুমার সঙ্গকারা এবং মাহেলা জয়বর্ধনে।