সংবাদসংস্থা মুম্বই: সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন বহু নায়িকারাই। কিন্তু যে বলি অভিনেত্রীদের নাম আজও চর্চায় থাকে, চিনে নিন তাঁদের।
2
6
পরভিন ববি: ৮০-র দশকে যেমন রূপে নজরকাড়া ছিলেন তিনি। তেম ই সাহসী অভিনেত্রী হিসাবেও পরিচিত ছিলেন পারভিন ববি। তাঁর সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবনের সব সময়েই চর্চায় থাকত। তিনি বিভিন্ন ছবি এবং ম্যাগাজিনের জন্য বিকিনি শুটে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বহুবার।
3
6
মন্দাকিনী: মন্দাকিনীর নামের সঙ্গে 'রাম তেরি গঙ্গা মইলি' ওতপ্রোতভাবে জড়িয়ে। ছবিতে মন্দাকিনীকে খুবই সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। সাদা ফিনফিনে শাড়ি পরে ঝর্ণার জলে স্নানরত মন্দাকিনীকে দেখে ঘুম উড়েছিল আট থেকে আশির।
4
6
নেহা ধুপিয়া: 'জুলি' ছবিতে 'টপলেস' হয়েছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। তাঁর সেই ছবি ছড়িয়ে পড়তেই চর্চার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী।
5
6
লিসা হেডেন: 'সাকেত কে সইয়া'-তে সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রী লিসা হেডেনকে। এছাড়াও বহু ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে।
6
6
করিনা কাপুর: করিনা কাপুরকে 'টপলেস' অবতারে দেখা গিয়েছিল 'কুরবান' ছবিতে। সইফ আলি খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।