জাপান মানেই অদ্ভুত সব প্রযুক্তির কারখানা। এবার তারা এমন এক যন্ত্র বানাল, যা আমাদের চেনা স্নান করার ধারণাই পাল্টে দেবে। এই যন্ত্রটির নাম হলো 'মিরাই নিঙ্গেন সেন্টাকুক', যার মানে 'ভবিষ্যতের মানব ধোলাই যন্ত্র'। এটি তৈরি করেছে ওসাকা শহরের একটি সংস্থা 'সায়েন্স কোং'।
2
8
এই যন্ত্রের চিন্তাটা কিন্তু নতুন নয়। আজ থেকে প্রায় ৫০ বছর আগে, ১৯৭০ সালে ওসাকার এক মেলায় প্রথম এই ধরনের একটি যন্ত্র দেখিয়েছিল স্যানয়ো ইলেকট্রিক। সেই সময় যিনি অল্প বয়সের তরুণ ছিলেন, তিনিই এখন 'সায়েন্স কোং'-এর প্রধান। ছোটবেলার সেই স্বপ্নকে তিনি এখন অত্যাধুনিক প্রযুক্তিতে বাস্তবে এনেছেন।
3
8
যন্ত্রটি দেখতে অনেকটা ডিমের মতো। একটি বড় ক্যাপসুল বা ফাইটার প্লেনের বসার জায়গার মতো। আপনাকে শুধু এর ভিতরে শুয়ে পড়তে হবে, আর তারপর যন্ত্র নিজেই কাজ শুরু করবে। মাত্র ১৫ মিনিটের এই প্রক্রিয়ায় সাবান মাখা বা তোয়ালে দিয়ে মোছার কোনও ঝঞ্ঝাট নেই।
4
8
এই যন্ত্র কীভাবে পরিষ্কার করে? এর মূল জাদু হলো 'মাইক্রোবাৰ্বল' বা অতি-ক্ষুদ্র বুদ্বুদ প্রযুক্তি। এই বুদ্বুদগুলি এত ছোট যে খালি চোখে দেখা যায় না। এগুলি ত্বকের একদম গভীরে ঢুকে লোমকূপ থেকে সব ময়লা, তেলচিটে ভাব দূর করে। এটি অনেকটা আলতো হাতে ত্বক পরিষ্কার করার মতো।
5
8
এই যন্ত্র শুধু শরীরকেই পরিষ্কার করে না, এটি মনকেও আরাম দেয়। ভেতরের দিকে বিশেষ সেন্সর লাগানো আছে, যা আপনার হৃৎপিণ্ডের গতি দেখবে। একইসঙ্গে, এটি এমন কিছু ছবি দেখায় এবং এমন গান শোনায়, যা মনকে শান্ত করে দেয়। স্নান সেরে ওঠার পর আপনি পুরোপুরি সতেজ বোধ করবেন।
6
8
কর্মব্যস্ত জীবনে সময় বাঁচানোই এর প্রধান উদ্দেশ্য। মাত্র ১৫ মিনিটের মধ্যে যন্ত্রটি আপনার পুরো শরীর পরিষ্কার করে, সাবান ধুয়ে ফেলে এবং শেষে শরীরটা গরম বাতাস দিয়ে শুকিয়েও দেয়। অফিস যাওয়ার আগে আর দেরি নয়!
7
8
এই অত্যাশ্চর্য যন্ত্রটির দাম কিন্তু মধ্যবিত্তের হাতের নাগালে নেই। খবর অনুযায়ী, একটি যন্ত্রের দাম প্রায় ৬ কোটি টাকার মতো। তাই সংস্থাটি আপাতত মাত্র ৫০টি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেছে। এটি এখন কেবল পাঁচতারা হোটেল বা বড় বড় দোকানেই দেখা যেতে পারে।
8
8
অনেকের বয়স বাড়লে বা অসুস্থ থাকলে একা একা স্নান করতে অসুবিধা হয়। এই যন্ত্রটি সেই সব বয়স্ক মানুষের জন্য একটি বিশাল বড় স্বস্তি নিয়ে আসতে পারে।