কোথাও রোদ, কোথাও বৃষ্টি। দেশের আবহাওয়ার দিকে তাকালে এখন মনে হচ্ছে তেমনটাই। হাওয়া অফিস জানাচ্ছে, এই সময়ে দেশের একাধিক অংশ যেমন পুড়বে তীব্র গরমে, তেমনই আবার দুর্যোগ চলবে রাজ্যে রাজ্যে।
2
9
কোথায়, কবে কেমন থাকবে আবহাওয়া? জানুন একনজরে-
3
9
হাওয়া অফিস, ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পশ্চিম রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং দিল্লি সহ বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
4
9
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম রাজস্থানের বেশকিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ জারি থাকবে ১৪ থেকে ১৮ গুজরাটে ১৫ থেকে ১৭ এপ্রিল বেশকিছু জায়গায় দাবদাহের পরিস্থিতি থাকবে।
5
9
১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে, ১৮ এপ্রিল পূর্ব রাজস্থানের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
টানা সাতদিন কালবৈশাখীর তাণ্ডব চলবে বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত ও তুমুল বৃষ্টির কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
9
9
আগামী সাতদিন, অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ ও কমলা সতর্কতা।