দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বর্তমানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পুরোপুরিই। ফলে, বর্তমানে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
2
6
বর্তমানে বাংলায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না আবহাওয়ার। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রার পারদ। আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। বেশ কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশা থাকছে।
3
6
দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায় শুক্রবার এক-দু’টি এলাকায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। কলকাতা ও পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। তবে রাজ্যের বাকি অংশে মোটের ওপর শুষ্ক আবহাওয়া দেখা গিয়েছে।
4
6
এদিন উত্তরবঙ্গের এক-দু’টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যের অন্যান্য স্থানে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হয়নি। দক্ষিণবঙ্গের বহু জেলায় শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম।
5
6
উত্তরবঙ্গের ক্ষেত্রে এক-দু’টি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল এবং বাকি জায়গায় স্বাভাবিক ছিল। আজ দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কোচবিহারে ৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকাগুলির মধ্যে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস।
6
6
আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ থাকবে, রাতের দিকে কমবে তাপমাত্রার পারদ।