হালকা শীত নয়, কনকনে ঠান্ডা। নভেম্বরের শেষ সপ্তাহে জবুথবু দশা জেলায় জেলায়। তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকার পূর্বাভাস আগেই ছিল। বুধবারের মধ্যে একধাক্কায় অনেকটাই কমল পারদ।
2
7
বুধবার উত্তরবঙ্গের পাহাড়ির এলাকার থেকে বেশি ঠান্ডা অনুভূত হল দক্ষিণবঙ্গের সমতলে। এদিন কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা ছিল শ্রীনিকেতনে। যদিও গোটা বাংলায় সবচেয়ে কম তাপমাত্রা দার্জিলিংয়ে।
3
7
আজ শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা এদিন। অন্যদিকে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
4
7
এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। মালদহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
5
7
অন্যদিকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে শ্রীনিকেতনের পরেই রয়েছে কল্যাণী ও আসানসোল, বাঁকুড়ায়। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১২ ডিগ্রি, ১২.২ ডিগ্রি ও ১২.২ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।
6
7
আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিং, সিউরি, মেদিনীপুরেও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।
7
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে আগামী তিনদিনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তারপর তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। ডিসেম্বরের শুরুতে আবারও পারদ নামতে পারে।