উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। যা অসম ও উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
2
8
ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায় বাংলা জুড়ে টানা আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা চারদিন উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার ও আগামিকাল, বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহর জুড়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
4
8
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
5
8
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
7
8
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, কালিম্পং জেলায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। রবিবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।