দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি)।
2
6
বুধবার শহরের আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সন্ধ্যার দিকে আবহাওয়া মনোরম হবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
3
6
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দোল উৎসবের সময় দক্ষিণবঙ্গে বৃ্ষ্টির সম্ভাবনা নেই খুব একটা।
4
6
তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে।
5
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পাবে। অর্থাৎ দোলের সময় গরমে কাহিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত শুষ্ক আবহাওয়া।
6
6
পরবর্তী পাঁচ দিনে রাজ্যের উত্তরের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।