নিম্নচাপ, ঘূর্ণাবর্তের কাঁটা সরতেই, উত্তুরে হাওয়ার দাপট শুরু। বাংলা জুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী। ভরপুর শীতের স্পেল উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আরও জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা রয়েছে কি আগামী সপ্তাহে?
2
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামলেও, সব জেলায় কনকনে ঠান্ডার আমেজ আরও কিছুদিন পর টের পাওয়া যাবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের সমতলে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছে।
3
6
আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
4
6
গতকাল দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে, ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
5
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু'দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।
6
6
আগামী সাতদিন গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। সব জেলাতেই ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।