ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। একধাক্কায় বিরাট পারদ পতন গোটা বাংলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ।
2
6
আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম।
3
6
নিম্নচাপের ঝঞ্ঝাট সরতেই উত্তুরে হাওয়ার প্রবেশে বাধা আর নেই। যার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে।
4
6
আজ উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন, শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
5
6
আগামী সাতদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৯৯ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।
6
6
আগামী এক সপ্তাহে বাংলার কোনও জেলাতেই আবহাওয়ার সতর্কতা নেই। আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।