ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের ব্যাটিং শুরু! চলতি সপ্তাহের শুরুতে শীতের আমেজ না থাকলেও, মাঝামাঝি সময়ে হালকা শীতের আমেজ আবারও অনুভূত হবে।
2
7
আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। যার জেরে কমবে দৃশ্যমানতাও। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি চলে যেতে পারে।
3
7
আগামী চারদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ নিম্নমুখী থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।
4
7
আগামী চারদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কমবে। একধাক্কায় তিন-চার ডিগ্রি সেলসিয়াস কমবে সব জেলায়। তারপর কয়েক দিনে তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
5
7
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিনের তুলনায় একধাক্কায় অনেকটাই বেড়েছে আজ। বাতাসে শিরশিরানিও আর অনুভুত হচ্ছে না।
6
7
আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীনিকেতন ও বাঁকুড়ায়। দুই জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
7
7
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা নেই। বাংলার আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।