মৌসম ভবন সূত্রে খবর, আজ, ২২ জুলাই মঙ্গলবার একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গোয়া ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
2
8
পাশাপাশি একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লি। বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। অফিস টাইমে তীব্র যানজটের সমস্যাও রয়েছে। আজ দিনভর দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
3
8
আগামিকাল, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে। এই রাজ্যগুলিতে সেদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জম্মু ও কাশ্মীর, বিহার, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশায়।
4
8
বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
5
8
আজ থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশে। ২৪ জুলাই পর্যন্ত উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও বুধবার এবং ২৬ ও ২৭ জুলাই উত্তরপ্রদেশের একাংশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
6
8
আগামী পাঁচদিন পশ্চিম ভারতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ থেকে ২৭ জুলাই পর্যন্ত কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুজরাটে ২৬ ও ২৭ জুলাই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
7
8
আজ এবং ২৪ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে। বুধবার থেকে ২৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও। আগামী সাত দিন উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
8
8
আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কেরল, মাহে ও কর্ণাটকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে। ২৭ জুলাই পর্যন্ত কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মাহেতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।