ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও নিম্নমুখী তাপমাত্রার পারদ। বাংলা জুড়ে শীতের ব্যাটিং শুরু হয়েছে আগেই। ক্রমেই ঠান্ডার আমেজ আরও বাড়ছে বাংলায়।
2
7
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিনে শহরের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।
3
7
গতকাল মঙ্গলবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
4
7
চলতি সপ্তাহে সাতটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ, এই জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে।
5
7
সাতটি জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। যার জেরে কমবে দৃশ্যমানতাও। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।
6
7
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সাতদিন বাংলার সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তুরে হাওয়ার দাপটে ভরপুর শীতের আমেজ থাকবে রাজ্য জুড়ে।
7
7
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোনও জেলায়। সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।