বাংলা জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মার্চের প্রথম সপ্তাহেই গরমে চরম অস্বস্তি অনুভূত হচ্ছে। ভরা বসন্তে ভোরে মনোরম আবহাওয়া থাকলেও, বেলার দিকে গলদঘর্ম দশা সাধারণ মানুষের।
2
8
এদিকে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশজুড়ে তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। অর্থাৎ মার্চ মাস থেকে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। কবে থেকে, তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
4
8
আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তার পরের দু'দিনে তাপমাত্রা ফের দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমবে।
5
8
মার্চের প্রথমার্ধে তাপমাত্রার সামান্য বদল হলেও, গরম থেকে মিলবে না রেহাই। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। চড়া রোদে অস্বস্তি অনুভূত হবে।
6
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও বিশেষ হেরফের হবে না। মার্চের শুরুতে মনোরম আবহাওয়া থাকবে জেলায় জেলায়।
7
8
ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও, বেলায় গরম অনুভূত হবে। আগামী সাতদিন উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।