মার্চের শুরু থেকেই চড়া রোদ, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। দুইয়ের জেরে দুশ্চিন্তা সাধারণ মানুষের। তীব্র গরমের ইঙ্গিত ইতিমধ্যেই হালকা পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
2
8
মৌসম ভবন গতকাল জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশজুড়ে তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে। আর কয়েক সপ্তাহ পরেই তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। এর মধ্যেই রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।
4
8
আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার কোনও বিরাট পরিবর্তন হবে না। জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির ঊর্ধ্বেই থাকবে।
5
8
মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকায়, চড়া রোদে অস্বস্তি অনুভূত হতে পারে। গলদঘর্ম দশা থেকে আপাতত মুক্তির সম্ভাবনা নেই। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
6
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত মনোরম আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রা একই থাকবে। বিশেষ হেরফের হবে না।
7
8
উত্তরবঙ্গের জেলায় জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়লেও, শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সাতদিন একটি জেলা ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
8
8
রবিবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় হতে পারে। আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই।