শুক্রবার রাতেই কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই, গোটা ভারত কাঁপছে মেসি জ্বরে। শনিবার কলকাতায় একাধিক ইভেন্টে অংশ নেবেন মেসি। তাছাড়াও, তিনি যাবেন দিল্লি, মুম্বই এবং হায়দরাবাদে।
2
6
তবে মেসির সফর চলাকালীন আর্জেন্টাইন তারকার সঙ্গে ছবি তোলার এক সুবর্ণ সুযোগ এনেছে আয়োজক সংস্থা। এর জন্য বিশেষ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ছবি তোলা, মেসির সঙ্গে হ্যান্ডশেক এবং খাওয়াদাওয়ার ব্যবস্থা।
3
6
তবে এই টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। আর্জেন্টাইন সুপারস্টারের ‘GOAT Tour’ উপলক্ষে আয়োজকরা ঘোষণা করেছেন অবিশ্বাস্য ১০ লক্ষ টাকার মিট অ্যান্ড গ্রিট প্যাকেজ। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ১০ লক্ষ টাকা।
4
6
শুধু একবার করমর্দন আর একটি ছবি তোলার সুযোগের জন্য এই বিপুল পরিমাণ টাকা খরচ করতে হবে। তবে এই সুযোগ কলকাতায় ভক্তদের জন্য নেই। শুধুমাত্র দিল্লি এবং মুম্বইয়ে যাঁরা মেসিকে দেখতে আসবেন তাঁদের জন্য এই টিকিট কাটার সুযোগ রয়েছে।
5
6
মেসি ১৩ ডিসেম্বর রাত ১.৩০ নাগাদ কলকাতায় পৌঁছাবেন। সেখান থেকেই শুরু হবে তার তিন দিনের টানা ব্যস্ত সফর। শনিবার সকালে কলকাতার এক পাঁচতারা হোটেলে মিট অ্যান্ড গ্রিট দিয়ে সফর শুরু হবে তাঁর।
6
6
১০ লক্ষ টাকার এই মিট অ্যান্ড গ্রিট প্যাকেজে রয়েছে, মেসির সঙ্গে করমর্দন, ছ’জনের সঙ্গে একটি গ্রুপ ছবি, আনলিমিটেড বুফে ও নন-অ্যালকোহলিক পানীয়সহ প্রিমিয়াম লাউঞ্জে বসে গোটা ইভেন্ট দেখা এবং দিল্লি ইভেন্টের জন্য হসপিটালিটি ক্যাটাগরির টিকিট। আয়োজকদের ভাষায়, এটা ওয়ান্স ইন আ লাইফটাইম এক্সপিরিয়েন্স।