সিঙ্গল-ডোর রেফ্রিজারেটরে অতিরিক্ত বরফ জমে যাওয়া একটি সাধারণ সমস্যা। যতবারই পরিষ্কার করা হোক না কেন, কয়েক দিনের মধ্যেই আবার বরফের চাঁই তৈরি হয়। এর মূল কারণ সাধারণত যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ঘাটতি।
2
5
যদি রেফ্রিজারেটরের দরজা সঠিকভাবে বন্ধ না হয় বা রবার সিল নষ্ট হয়, ঠাণ্ডা বাতাস বেরিয়ে গিয়ে উষ্ণ বাতাস ভিতরে ঢোকে। এর ফলে দ্রুত বরফ জমে। তাই, সিল ক্ষতিগ্রস্ত হলে তা বদলে নতুন লাগানো উচিত।
3
5
রেফ্রিজারেটরের পিছনের কয়েল জল নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। কয়েলে ধুলো বা ময়লা জমে থাকলে আর্দ্রতা সঠিকভাবে বেরোতে পারে না, ফলে ভিতরে বরফ জমে। মাসে অন্তত একবার কয়েল পরিষ্কার রাখা প্রয়োজন।
4
5
ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যাওয়া জলের ফিল্টারের কারণে ভিতরে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হয়। এই আর্দ্রতা বরফে পরিণত হয়ে খাবার ঢেকে ফেলে। নিয়মিত ফিল্টার বদলে নিলে এই সমস্যা দূর হয়।
5
5
রেফ্রিজারেটর দীর্ঘদিন ভালো রাখতে নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। দরজার সিল, তাক ও ফ্রিজার অংশ সপ্তাহে একবার পরিষ্কার করুন এবং বছরে অন্তত একবার টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করান। এতে যন্ত্রের কার্যক্ষমতা ও স্থায়িত্ব দুটোই বজায় থাকবে।