আজকাল ওয়েবডেস্ক: বাঙালির দোল বলুন কিংবা অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। অনেকে বসন্তের এই দিনে সাদা রঙের পোশাক পরতে ভালবাসেন। কিন্তু সকলের জন্য সব রং শুভ নয়। কারণ দোলের দিন কোন রঙের পোশাক পরছেন তার ওপর নির্ভর করে আপনার ভাগ্য। তাহলে রাশি অনুযায়ী কোন রঙের পোশাক পরা আপনার জন্য শুভ, জেনে নিন-
2
13
মেষ- দোলে মেষ রাশির জাতক জাতিকারা লাল রঙের পোশাক পরে রঙ খেলতে পারেন।এছাড়াও হলুদ ও গোলাপি রঙের পোশাকও এই রাশির জন্য শুভ।
3
13
বৃষ- বৃষ রাশির মানুষেরা গোলাপি রঙের পোশাক পরে দোল খেলুন। নীল ও সবুজ রঙের পোশাকও পরতে পারেন।