বলিউড আর ক্রিকেট চিরকাল হাত ধরাধরি করে হেঁটেছে। তারকা ক্রিকেটারদের মধ্যে অনেকেই বলি-সুন্দরীর প্রেমে পড়েছেন। এই তালিকায় রয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাও।
2
11
কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় জাদেজা মাধুরীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। চোখের জল ফেলতে হয়েছিল মাধুরীকে।
তখনও টি-টোয়েন্টি ফরম্যাট চালু হয়নি বিশ্বক্রিকেটে। কিন্তু অজয় জাদেজা ব্যাট হাতে নামলে টি-টোয়েন্টির তূরীয় মেজাজে ব্যাট করতেন। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিন্নাস্বামীতে পাকিস্তানের বিরুদ্ধে সেই ইনিংস কে ভুলতে পারে!
5
11
কেরিয়ারের সেরা ফর্মে থাকার সময় অজয় জাদেজার সঙ্গে নাম জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের।
6
11
একটি পত্রিকার ফোটোশ্যুটের সময়ে তাঁদের নিয়ে গুঞ্জন তৈরি হয়। শুরু হয় প্রেম।
7
11
কথিত রয়েছে, অজয় জাদেজার ক্রিকেটের ভক্তও ছিলেন মাধুরী। সেই সময়ে জাদেজার ফ্যান ফলোয়ার ছিল প্রচুর। মহিলাদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল বেশি।
8
11
শোনা যায় জাদেজার অনুরোধে মাধুরী বেশ কয়েকটি হিন্দি ছবিতে তারকা ক্রিকেটারের অভিনয়ের সুযোগ করে দেন।
9
11
কিন্তু বিধি বাম! জাদেজার ব্যাটে হঠাৎই দেখা যায় রানের খরা। শেষ পর্যন্ত আর জাদেজার সিনেমায় নামা হয়নি সেই সময়ে। পরবর্তীকালে অবশ্য জাদেজা সিনেমায় মুখ দেখিয়েছিলেন।
10
11
জাদেজার সঙ্গে মাধুরীর প্রেম বেশিদিন টেকেনি। প্রেম পরিণতি পায়নি। মাধুরীকে মেনে নিতে পারেনি জাদেজার পরিবার। গুজরাটের রাজ পরিবারের ছেলে অজয় জাদেজা। তাঁর পরিবার চাইত না মাধুরী বাড়ির বউ হয়ে আসুক।
11
11
মাধুরীর শরীরে ছিল না রাজরক্ত। সেই কারণে মাধুরীকে প্রত্যাখ্যান করে জাদেজার পরিবার। দারুণ এক রূপকথারও সমাপ্তি সেখানেই।