কিন্তু সোনার গয়না কেনার আগে কোন ধরনের গয়না কেনা উচিত আর কোনটা না কেনাই ভাল, সেটা আগে জানা দরকার। হলমার্ক না কেডিএম- সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন? জেনে নিন...
3
7
হলমার্ক সোনা কী? সোনার গুণগত মান যাচাই করার পর্যায়কে বলা হয় হলমার্কিং। বিশুদ্ধ সোনার স্বীকৃতির জন্য যে সরকারি অনুমোদনের প্রয়োজন হয়, সেটাই হলমার্কিং। কেন্দ্রের সংস্থা ব্যুরো অব ইন্ডিয়ান স্যান্ডার্স গয়নার হলমার্কিং-এর দায়িত্বে রয়েছে।
4
7
তাই হলমার্কিং সোনার গুণগত মান সম্পর্কে গ্রাহককে নিশ্চিত করে। যদি কেউ ১৮ ক্যারেটের কোনও সোনার গয়না কেনেন, এর প্রকৃত অর্থ ২৪ ভাগের মধ্যে ১৮ ভাগ সোনা এবং বাকিটা খাদ। ব্যুরো অব ইন্ডিয়ান স্যান্ডার্স আইনে সোনার পাশাপাশি রুপোর গয়নাতেও হলমার্কিং হয়।
5
7
কেডিএম সোনা কী? ক্যাডমিয়াম ধাতু, যা খাঁটি সোনাকে গয়নার উপযোগী করতে খাদ হিসেবে ব্যবহার করা হয়। এই ক্যাডমিয়াম ধাতু মেশানো সোনার গয়নাকে কেডিএম সোনা বলা হয়।
6
7
কেডিএম গোল্ড-এ সোনা এবং ক্যাডমিয়াম ধাতুর অনুপাত ৯২:৮ হওয়ার কথা। অর্থাৎ, কেডিএম-এর গয়নায় ৯২ শতাংশ খাঁটি সোনা আর ৮ শতাংশ ক্যাডমিয়াম ধাতু থাকার কথা। ক্যাডমিয়াম ধাতু স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সোনার গয়না তৈরির ক্ষেত্রে ক্যাডমিয়াম মেশানোয় নিষেধাজ্ঞা জারি করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্যান্ডার্স।
7
7
তাই সোনার গয়না কেনার ক্ষেত্রে ব্যুরো অব ইন্ডিয়ান স্যান্ডার্স অনুমোদিত ৯১৬-এর ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনার গয়না কিনুন। কারণ, ৯১৬ সোনা-কেই অনুমোদন দিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্যান্ডার্স।