হকিকত: চেতন আনন্দের কালজয়ী ছবি। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পটভূমিতে নির্মিত, যেখানে ধর্মেন্দ্রের নেতৃত্বে লাদাখের এক পদাতিক সৈন্যের দল ভয়ঙ্কর কঠিন হিমশীতল পরিবেশে যুদ্ধে লড়ে যায় দেশের জন্য। মরতে মরতে বাঁচে স্থানীয় উপজাতিদের সাহসে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের পাতায় এক অনবদ্য সিনেমা।
2
9
ললকার: রামানন্দ সাগরের পরিচালনা। দুই ভাই- ধর্মেন্দ্র ও রাজেন্দ্র কুমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অন্যজন রওনা হন এক গোপন অভিযানে। প্রেম-দ্বন্দ্ব আর যুদ্ধ—দু’টোই ছায়া ফেলে এই ক্লাসিক ছবিতে।
3
9
বর্ডার: যুদ্ধভিত্তিক সিনেমা বললেই প্রথম মাথায় আসে এই ছবি। জেপি দত্তর পরিচালনায় ১২০ জন ভারতীয় সেনার বীরত্ব, যাঁরা লোঙ্গেওয়াল সীমান্তে প্রাণ হাতে করে লড়ে যান গোটা রাত। পরের দিন বায়ুসেনা আসে সাহায্যে। সানি দেওল, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, অক্ষয় খন্না—সবার প্রাণবন্ত অভিনয় ভারতীয় ছবির ইতিহাসে এক ঐতিহাসিক গর্জন হয়ে থেকে গিয়েছে।
4
9
এল ও সি কারগিল: জে.পি দত্তর আরও একটি যুদ্ধ-চলচ্চিত্র। সীমান্ত পেরিয়ে পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সেনার অভিযান—কারগিল যুদ্ধের বাস্তবতা ও বলিদান ফুটে ওঠে এখানে। অজয় দেবগন, সঞ্জয় দত্ত, সইফ আলি খান, রানি মুখার্জি- প্রমুখদের নিয়ে ছিল ছবির বিশাল তারকাবহর ।
5
9
লক্ষ্য: ফারহান আখতারের পরিচালনায় হৃতিক রোশনের জীবনের মোড় ঘোরানো ছবি। দিশাহীন এক তরুণ সেনাবাহিনীতে যোগ দিয়ে বুঝতে শেখে কর্তব্য, আত্মত্যাগ আর দেশপ্রেম কীভাবে একজন মানুষকে বদলে দিতে পারে। প্রেম, প্যাশন আর দেশ—তিনে মিলে তৈরি হয় হৃদয়স্পর্শী এক চিত্রনাট্য।
6
9
শৌর্য: সমর খানের মনস্তাত্ত্বিক যুদ্ধ-নাটক। ক্যাপ্টেন জাভেদ খান-কে দোষী সাব্যস্ত করা হয় মেজর রাঠোরকে খুনের জন্য। কিন্তু তার চুপচাপ থাকা, তার পেছনে লুকিয়ে থাকা রহস্য ও বৈষম্যের গল্প—সব মিলিয়ে ছবি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় সেনাবাহিনী ও বিচারব্যবস্থাকে ঘিরে।
7
9
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক - ২০১৬ সালের উরি হামলার পর ভারতীয় সেনার প্রত্যাঘাত—এই ছবিই ছিল ভিকি কৌশলের কেরিয়ার টার্নিং পয়েন্ট। মেজর বিহান সিং শেরগিলের চরিত্রে তিনি গর্জে উঠেছিলেন। “হাও ইজ দ্য জোশ?”—সেই সংলাপ আজও গায়ে কাঁটা দেয়।
8
9
শেরশাহ: বিক্রম বাত্রার জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবি যেন প্রেম আর যুদ্ধের এক চরম দ্বন্দ্ব। কিয়ারা আদবানির সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার রসায়ন যতটা আবেগপূর্ণ, ততটাই বীরত্বপূর্ণ ছিল তাঁর সেনাজীবন। কার্গিলের বিজয়গাথা ফুটে ওঠে পর্দায় দর্শকের চোখ ভিজিয়ে।
9
9
স্যাম বাহাদুর: ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকশ’র জীবনী। ৪০ বছরেরও বেশি সেনাজীবনে পাঁচটি যুদ্ধ, আর এক অনন্য নেতৃত্ব—মেঘনা গুলজারের ছবিতে ভিকি কৌশলের অনবদ্য অভিনয় ইতিহাসকে জীবন্ত করে তোলে।