গত কয়েক দিনে কমেছে সোনার দাম। মঙ্গলবার সন্ধ্যায় আরও কমে গেল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। উৎসবের আবহে হলুদ ধাতুর দরে বিরাট স্বস্তি পেলেন মধ্যবিত্তরা।
2
8
আজ, ২৮ অক্টোবর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১০ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২০ হাজার ৮২০ টাকা।
3
8
দাম বেশি হোক বা কম, সোনার গয়না কেনায় একেবারে ছেদ কি আর পড়ে! বিশেষ করে সামনেই বিয়ের মরশুম। তাই স্বাভাবিকভাবেই সোনার গয়না কেনার চল বেশি রয়েছে। কনের সাজ তো বটেই, সাধ্যের মধ্যে নিকট আত্মীয়রা উপহারও দেন সোনার গয়না। আর বহু মূল্যের সোনার প্রয়োজন ঠিকঠাক যত্নের। তবেই বহু বছর পরেও নতুনের মতো থাকবে পুরনো সোনা।
4
8
কীভাবে সোনার গয়নার নেবেন- সব সোনার গয়না একসঙ্গে রাখবেন না। ছোট-বড় গয়না আলাদাভাবে রাখার চেষ্টা করুন। যেমন দুল না নাকছাবি যেখানে রাখবেন, সেখানে বালা বা হার রাখবেন ন। কারণ সোনা খুব নরম ধাতু। ঘষা লেগে ক্ষয় হতে পারে। সেক্ষেত্রে প্রতিটি গয়নার জন্য আলাদা ব্যাগ বা বাক্স ব্যবহার করা শ্রেয়।
5
8
স্যাঁতসেঁতে জায়গা সোনার জন্য মোটেও ভাল নয়। আর্দ্রতায় সোনার ঔজ্জ্বল্য় নষ্ট হয়।একেবারে শুষ্ক জায়গায় সোনা রাখার চেষ্টা করুন। একইসঙ্গে ওই জায়গায় যেন তাপমাত্রা বেশি না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এতে সোনার ক্ষয় রোধ করা যাবে। এক্ষেত্রে সিলিকা জেলের প্যাকেটেও সোনার গয়না রাখতে পারেন।
6
8
বাক্সের বদলে ব্যাগে সোনা রাখুন। নরম কাপড় বা ভেলভেটের ব্যাগ সোনা রাখার জন্য ব্যবহার করতে পারেন। এতে অনেক দিন সোনা ভাল থাকবে।
7
8
ধুলো পড়ে সোনার ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে। তাই নিয়মিত ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কার করতে পারেন। লকারে থাকলেও গয়নায় ময়লা জমতে পারে। তাই নিয়ম করে নরম কাপড় দিয়ে সোনার গয়না পরিষ্কার করুন।
8
8
অন্য ধাতুর সঙ্গে সোনা রাখলে ক্ষয় হতে পারে। বদলে যেতে পারে সোনার রং, ধরনও। এক্ষেত্রে সোনা এবং রুপো একসঙ্গে রাখা উচিত নয়।