তিনি এক দেশের রাষ্ট্রপতি। সোমবারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁরই এক ভিডিও। আর ওই ভিডিও ছড়িয়ে পড়তেই জনসমক্ষে মুখ পুড়েছে গোটা দেশের। একপ্রকার হইচই।
2
10
কী ঘটেছে ঠিক? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুল ম্যাক্রোঁর একটি ভিডিও। যে মুহূর্তের ভিডিও, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ঘটনা আরও পাঁচজন চাক্ষুস করে ফেলেছেন ভেবেই তড়িঘড়ি সামলে নিয়েছেন ম্যাক্রোঁ। ঘটনা ম্যানেজ দিতেই, হাসিমুখে হাত নাড়ছেন।
3
10
দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরকারি সফর শুরু করেছেন ম্যাক্রোঁ, সস্ত্রীক। সফরের কারণেই পৌঁছেছেন ভিয়েতনামে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁ বোর্ডিং গেটের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং কথা বলছেন স্ত্রীর সঙ্গে। নিরাপত্তারক্ষী যখন দরজা খুলে দেন, তখন আচমকা দেখা যায়, এক দৃশ্য।
4
10
যাতে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁর স্ত্রী তাঁর মুখে ধাক্কা মারছেন। স্ত্রীর আক্রমণাত্মক ভঙ্গি ক্যামেরাবন্দি হচ্ছে দেখতে পেয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান ম্যাক্রোঁ নিজেও। সেই সময় বিমানের ক্রুর এক সদস্য সেদিকে যেতে গিয়েও পরিস্থিতি বুঝে পাশ কাটিয়ে যান। ভিডিওতে দেখা গিয়েছে তাও।
5
10
ম্যাক্রোঁর এই ভিডিও ভাইরাল হতেই, দুম করে উঠে এসেছে তাঁর অতীত জীবন। স্ত্রী ব্রিজিটের সঙ্গে তাঁর প্রেম নিয়ে এক সময় তুমুল চর্চা হয়েছিল। এমনকি ম্যাক্রোঁ ব্রিজিটকে দেশের ফার্স্ট লেডি বানানোর সময়েও, তীব্র বিতর্ক হয়েছিল দেশজুড়ে।
6
10
কেমন ছিল ম্যাক্রোঁ-ব্রিজিটের প্রেমকাহিনী? ম্যাক্রোঁ তখন ১৫, ব্রিজিট ৩৯। স্কুলে পড়ান। স্বামী, তিন সন্তান। বড় মেয়ের সহপাঠী, ১৫ বছরের ম্যাক্রোঁর প্রেমে পড়েন। তাঁদের প্রথম দেখা হয়েছিল ১৯৯৩ সালে অ্যামিয়েন্সের ক্যাথলিক লিসি লা প্রভিডেন্সে।
7
10
ম্যাক্রোঁ-ব্রিজিট ধরা পড়েন পুলের ধারে সানবাথে গিয়ে। পরে জানাজানি হয়, আন্দ্রে-লুই অজিয়েরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ব্রিজিটের। ব্রিজিট ম্যাক্রন: অ্যান আনফিটার্ড ওম্যান, মেল ব্রুনের লেখা এই বইয়ে তাঁদের তৎকালীন সম্পর্কের কাহিনী জানা যায়।
8
10
পরে, ইমানুয়েল প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়ে পড়াশোনার জন্য চলে যান। ‘লং ডিস্টেন্স রিলেশনশিপ’-এ থাকার পর, ২০০৭ সালে বিয়ে করেন তাঁরা।
9
10
বিয়ের পরেও তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। ২০১৪ সালে, ইমানুয়েল অর্থমন্ত্রী হন।
10
10
তার পরেও ম্যাক্রোঁ অপর এক সম্পর্কে জড়ান বলে গুঞ্জন ওঠে।