স্ত্রী ২: বছরের সেরা কামব্যাক! রাজকুমার ও শ্রদ্ধার হরর-কমেডি সিক্যুয়েলটি ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা, প্রায় ৮৮০ কোটি টাকা বিশ্বব্যাপী কামিয়েছে এই ছবি! দ্বিতীয় পর্বেও দর্শক হাসি, ভয় আর প্যাঁচে মাত হয়ে গিয়েছেন পুরোপুরি।
2
7
পুষ্পা ২: আল্লু অর্জুনের পুষ্পা ২ যেন বক্স অফিসে দাবানল। প্রিকুয়েলের রেকর্ড ভেঙে এই অ্যাকশন থ্রিলার ছুঁয়েছে অবিশ্বাস্য ১৭৮০ কোটি টাকা!দেশ-বিদেশের স্ক্রিনে ‘ঝুকেগা নেহি’-র জ্বর এখনও কমেনি।
3
7
কান্তারা চ্যাপ্টার ১: ঋষভ শেট্টি পরিচালিত পুরাণভিত্তিক এই প্রিকুয়েল মাত্র এক সপ্তাহে আয় করেছে ৫০০ কোটি টাকা। দেব-ভক্তি, ভয় আর ভিজ্যুয়াল ম্যাজিক মিশে কান্তারা আবার প্রমাণ করেছে দক্ষিণী সিনেমার জাদু।
4
7
ভুল ভুলাইয়া ৩: এককথায় ভূতুড়ে মজায়ছবি হেসেছে কোটির হাসি। কার্তিক আরিয়ান ফিরেছেন তাঁর হরর-কমেডি মোডে। তৃতীয় পর্বের মজায়-ভয়ের ককটেলে ছবির বিশ্বজুড়ে কালেকশন ৪২১ কোটি টাকা!
5
7
দৃশ্যম ২: অজয় দেবগণ ও টাব্বুর ক্রাইম থ্রিলার দখল করেছে ৩৪৫ কোটি টাকা। গল্পের তীক্ষ্ণতা আর অভিনয়ের নিখুঁত মেলবন্ধনই দর্শকদের ধরে রেখেছে সিটের কিনারায়।
6
7
রেইড ২: আয়কর বিভাগের অফিসার আমল পট্টনায়েকের কামব্যাক ছবি রেইড ২ আয় করেছে ২৪৩ কোটি টাকা। নিখাদ থ্রিল ও অ্যাকশনে ভর করে অজয় আবারও প্রমাণ করলেন তিনিই বলিউডের ‘সাইলেন্ট হিট মেশিন’।
7
7
হাউজফুল ৫: বলিউডের হিট ফ্র্যাঞ্চাইজি 'হাউজফুল'-এর প্রথম পঞ্চম কিস্তি হাউজফুল ৫ করেছে ৩০৪ কোটি টাকার ব্যবসা। মজার স্ক্রিপ্ট, পুরোনো অভিনেতা-অভিনেত্রীসের দল আর নিখাদ বিনোদন—দর্শকের হেসে কুটিকুটি অবস্থা!