রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) শুক্রবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫%-এ নামিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে। তিন দিনের বৈঠকের শেষে মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেট কাটের পক্ষে ভোট দেয়, যদিও নীতিগত অবস্থান ‘নিরপেক্ষ’ রাখা হয়েছে। মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রেখে ঋণ গ্রহণের খরচ কমানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে RBI জানিয়েছে।
2
8
রেপো রেটের সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (SDF) হারও সংশোধন করে ৫%-এ নামানো হয়েছে। অন্যদিকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি (MSF) এবং ব্যাঙ্ক রেট এখন ৫.৫০%-এ দাঁড়িয়েছে। এর ফলে তারল্য ব্যবস্থাপনা এবং স্বল্পমেয়াদি ঋণ গ্রহণে ব্যাঙ্কগুলির নীতি পরিবর্তনের সম্ভাবনা আরও জোরালো।
3
8
অনেক ব্যাঙ্কই অক্টোবরের মধ্যেই তাদের স্থায়ী আমানতের (FD) সুদের হার কমিয়েছিল। আগের বারো মাসে RBI-র ধারাবাহিক রেট কাটের প্রভাব এখনো পুরোপুরি ব্যাঙ্কিং ব্যবস্থায় প্রতিফলিত হয়নি। এই মুহূর্তে নতুন করে রেপো রেট কমায় ব্যাঙ্ক ও স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলো আগামী সপ্তাহ বা মাসের মধ্যে আবারও FD হার কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে।
4
8
তবে বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন সব ব্যাঙ্ক একসঙ্গে ঘটবে না। কিছু ব্যাঙ্ক দ্রুত হার সমন্বয় করতে পারে, আবার কেউ কেউ কয়েক মাস পরেও তা কার্যকর করতে পারে।
5
8
অমানতকারীদের চিন্তা বাড়বে, কারণ রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমলে স্থায়ী আমানত ও অন্যান্য সুদভিত্তিক সঞ্চয় প্রকল্পের রিটার্ন আরও কমার প্রবণতা তৈরি হয়। চলতি FDs-এ প্রভাব নেই, কিন্তু নতুন বিনিয়োগকারীদের ক্ষতি
বর্তমানে যে আমানতগুলি চলছে, সেগুলোর সুদের হার অপরিবর্তিত থাকবে। ফলে চলতি FDs-এ থাকা গ্রাহকদের চিন্তার কিছু নেই। তবে যারা এখন নতুন FD খুলতে চাইছেন, তারা ভবিষ্যতে কম ম্যাচিউরিটি ভ্যালু পেতে পারেন—যদি ব্যাঙ্কগুলি খুব দ্রুত সুদের হার কমাতে শুরু করে। এই কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বর্তমান উচ্চ সুদের সুবিধা লক করে রাখার এখনই সুযোগ।
6
8
যদিও RBI ২৫ বেসিস পয়েন্ট হার কমিয়েছে, ব্যাঙ্কগুলি সবসময় সমান হারে FD সুদ কমায় না। কারণ তাদের তহবিলের খরচ ধীরে ধীরে কমে, ফলে FD-তে সুদ কমানোর সিদ্ধান্ত প্রত্যেক ব্যাঙ্কের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নির্ভর করে।
7
8
রেট কাটের ফলে ধনী বিনিয়োগকারী ও ফ্যামিলি অফিসগুলির আচরণেও পরিবর্তন দেখা দিতে পারে। সুদের হার কমে গেলে প্রবাহ বাড়ায় তারা উচ্চ রিটার্নের বিকল্প সম্পদে বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েন। অনেক ব্যাঙ্ক খুব শিগগিরই তাদের FD হার সংশোধন করতে পারে বলেই শোনা যাচ্ছে। তাই বিনিয়োগকারীদের জন্য বর্তমান উচ্চ সুদের সুযোগ গ্রহণ করা লাভজনক হতে পারে।
8
8
যেহেতু RBI–র সর্বশেষ রেট কাটের প্রভাব পুরোপুরি বাজারে প্রতিফলিত হতে কিছুটা সময় লাগবে, তাই আমানতকারীদের হাতে এখনও কিছুটা সময় আছে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার। সামগ্রিকভাবে, সঞ্চয় নিরাপদ থাকলেও উচ্চ রিটার্ন নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ—বিশেষত আর্থিক ব্যবস্থায় যদি আরও কাটের সম্ভাবনা তৈরি হয়।