আজকাল বাড়িতে সুখ-শান্তি, অর্থ-সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির পরিবেশ আনতে অনেকেই ফেং শুই-এর নিয়ম মেনে চলেন। চীনা দর্শনভিত্তিক এই পদ্ধতিতে বিশ্বাস করা হয়, সঠিক দিক, উপাদান ও জিনিসপত্রের অবস্থান জীবনে সৌভাগ্য এনে দিতে পারে।
2
7
ফেং শুই বিশেষজ্ঞদের মতে, ঘরে মাত্র চারটি সাধারণ নিয়ম মেনে চললেই পরিবেশ বদলে যেতে পারে এবং পরিবারে আসতে পারে আনন্দ ও ইতিবাচক শক্তি। তেমনই কয়েকটি নিয়মের বিষয়ে জেনে নেওয়া যাক-
3
7
অর্থভাগ্য বৃদ্ধিতে জলের সঠিক ব্যবহারঃ ফেং শুই-তে ‘জল’ অর্থ ও সমৃদ্ধির প্রতীক। তাই ঘরের উত্তরের অংশে এমন কিছু রাখার পরামর্শ দেওয়া হয় যেখানে প্রবাহমান জলের প্রতীক থাকবে। ছোট জলফোয়ারা, অ্যাকোয়ারিয়াম বা জলের ছবি রাখলে অর্থপ্রবাহ সক্রিয় হয় বলে ধরা হয়। তবে জলের উৎস যেন কখনও শুকনো বা নোংরা না থাকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থির বা জমে থাকা জলকে ফেং শুইতে অশুভ বলা হয়।
4
7
শুভ শক্তি আনতে ঘরে রাখুন সৌভাগ্যের গাছঃ ঘরের ভিতরে গাছ রাখলে শুধু পরিবেশই সুন্দর হয় না, বাড়ে ইতিবাচক শক্তিও। বিশেষজ্ঞরা মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট কিংবা বাঁশগাছ ঘরে রাখার পরামর্শ দেন। এগুলোকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। উত্তর-পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিককে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তবে গাছ যদি শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে তা সঙ্গে সঙ্গেই সরিয়ে ফেলা উচিত, নইলে তা নেগেটিভ এনার্জি ডেকে আনতে পারে।
5
7
মূল দরজা পরিষ্কার ও বাধাবিহীন রাখা আবশ্যকঃ ফেং শুই-তে বাড়ির মূল দরজাকে বলা হয় ‘চি’ অর্থাৎ ইতিবাচক শক্তির প্রধান প্রবেশপথ। তাই দরজা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। ভাঙা নামফলক বা নষ্ট ডোরবেল অশুভ বলে বিবেচিত। দরজার সামনে জুতো-চটি, অব্যবহৃত জিনিস বা জঞ্জাল স্তূপ হলে তা ঘরে শুভ শক্তির প্রবেশে বাধা সৃষ্টি করে। দরজায় হালকা বা শুভ রং যেমন লাল, সোনালি বা বাদামি ব্যবহার করাও ইতিবাচক বলে ধরা হয়।
6
7
বাড়িতে ভাঙা-পুরনো জিনিস জমিয়ে রাখবেন নাঃ ঘরে অব্যবহৃত বা ভাঙা জিনিস থাকলে তা পরিবারে স্থবিরতা ও মানসিক চাপ বাড়াতে পারে—এমনটাই দাবি বিশেষজ্ঞদের। বিশেষ করে নষ্ট ইলেকট্রনিক জিনিস, ভাঙা ঘড়ি, লিক হওয়া ট্যাপ বা নষ্ট পাইপ সঙ্গে সঙ্গে মেরামত বা সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়। এসব বস্তু নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বলে ফেং শুইতে মনে করা হয়।
7
7
ফেং শুই বিশেষজ্ঞদের দাবি, এই চারটি সহজ নিয়ম মেনে চললে ঘরের পরিবেশ বদলে যায়, বাড়ে শান্তি, উন্নতি ও অর্থভাগ্য। ব্যস্ত জীবনে ঘরের এনার্জি সঠিক রাখা গুরুত্বপূর্ণ বলেও মত বিশেষজ্ঞদের।