দেশের সবচেয়ে পরিষ্কার শহর। একবার কিংবা দু’ বার নয়। এই নিয়ে টানা আটবার দেশের পরিষ্কার শহরের খেতাব জিতে নিয়েছে এই শহর।
2
8
বৃহস্পতিবার স্বচ্ছ সার্ভেক্ষণ ২০২৪-২৫ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু "সুপার স্বচ্ছ লীগ শহর"-এর মধ্যে ইন্দোরকে সবচেয়ে পরিষ্কার শহর ঘোষণা করেছেন।
3
8
ইন্দোরের জনসংখ্যার বিচারে দশ লক্ষ জনবসতি পূর্ণ শহরের ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছে। এই শহরের পরেই দেশের পরিষ্কার শহরের তালিকায় রয়েছে সুরাট, নবি মুম্বাই এবং বিজয়ওয়াড়া।
4
8
২০২৪ সালেও এই বিভাগের সেরার সেরা পুরষ্কার ছিনিয়ে নিয়েছিল ইন্দোর। ২০২৫ নিয়ে, তানা আটবার একই শহর দেশের সবচেয়ে পরিষ্কার শহরের খেতাব জিতেছে।
5
8
স্বচ্ছ সার্ভেক্ষণ ৪,৫০০ টিরও বেশি শহরকে যুক্ত করে এই প্রতিযগিতায়। স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিষেবা প্রদানের মূল্যায়নের জন্য ১০টি পরামিতি এবং ৫৪টি সূচকের কাঠামো ব্যবহার করে।তার নিরিখেই চলে বিচার পর্ব।
6
8
চলতি বছরে, তিন থেকে ১০ লক্ষ জনসংখ্যার মধ্যে নয়ডা, নয়াদিল্লি পৌর পরিষদ, ভিটা (মহারাষ্ট্র) এবং পাঁচগনি সবচেয়ে পরিষ্কার শহরের খেতাব পেয়েছে।
7
8
৩-১০ লক্ষ জনসংখ্যার বিভাগ, ৫০,০০০-৩ লক্ষ জনসংখ্যার বিভাগ, ২০,০০০-৫০,০০০ জনসংখ্যার বিভাগ এবং ২০,০০০-এর কম জনসংখ্যার বিভাগ-সহ একাধিক খাতে এই পুরস্কার দেওয়া হয়েছে।
8
8
উল্লেখ্য, পুরষ্কার অনুষ্ঠানটি ২০১৬ সাল থেকে একটি বার্ষিক অনুষ্ঠান হয়ে আসছে, যা কেন্দ্রীয় গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA) দ্বারা কেন্দ্রের স্বচ্ছ ভারত মিশন-নগরের অধীনে আয়োজিত হয়।