কেরল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড (KIIFB) কর্তৃক জারি করা মশলা বন্ডের সঙ্গে যুক্ত কথিত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) লঙ্ঘনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে।
2
7
বিজয়নের সঙ্গেই প্রাক্তন অর্থমন্ত্রী টি.এম. থমাস আইজ্যাক এবং কেআইআইএফবি-র প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম. আব্রাহামকে নোটিস পাঠিয়েছে ইডি।
ইডি সূত্রে তথ্য, তারা ১২ নভেম্বর মুখ্যমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী আইজ্যাক এবং আব্রাহামকে কেরল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড (KIIFB) এবং এর কর্তৃপক্ষ কর্তৃক ৪৬৬.৯১ কোটি টাকার FEMA বিধান এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রধান নির্দেশনা লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে।
5
7
২০১৯ সালের মার্চ মাসে মশলা বন্ডের মাধ্যমে কেআইআইএফবি বিপুল অর্থ সংগ্রহ করে।
6
7
নোটিস অনুসারে অভিযোগ, ৪৬৬.৯১ কোটি টাকা জমি কেনার জন্য ব্যবহার করা হয়েছিল।
7
7
প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক এই নোটিস পাঠানোর ঘটনাকে ইতিমধ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন, তেমনটাই খবর সূত্রের।