শেষ হতে চলল ২০২৫ সাল। বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর অনেকের কাছেই নতুন সুযোগ ও সাফল্যের আশা নিয়ে আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অনুকূল অবস্থান এ মাসে তিনটি রাশিকে বিশেষভাবে আর্থিকভাবে শক্তিশালী করবে।
2
10
নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। কখনও কখনও গ্রহ-নক্ষত্র সোজা ও উল্টো পথে যায় অর্থাৎ মার্গী ও বক্রী দশার কারণে বিভিন্ন রাশির জীবনে বদল আসে। আবার গ্রহদের সংযোগে গুরুত্বপূর্ণ যোগও তৈরি হয়।
3
10
ডিসেম্বর জুড়ে বৃহস্পতি, শুক্র ও বুধের তিন রাশির সৌভাগ্যের দরজা খুলবে। মেষ, মিথুন, মীন রাশি ডিসেম্বর জুড়ে অর্থভাগ্যের চূড়ান্ত আশীর্বাদ পেতে পারে বলে মনে করা হচ্ছে।
4
10
মেষ: মেষ রাশির জাতকদের জন্য ডিসেম্বর যেন স্বস্তির হাওয়া নিয়ে আসবে। দীর্ঘদিন আটকে থাকা কোনও পরিকল্পনা বা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা এমাসে জোরালো। যারা ব্যবসায় যুক্ত, তারা নতুন অর্ডার, চুক্তি বা লাভজনক পার্টনারশিপের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা নিতে পারেন৷ হতে পারে পদোন্নতি বা বেতন বৃদ্ধি।
5
10
এ মাসে নতুন প্রযুক্তি, ম্যানেজমেন্ট বা সরকারি সংক্রান্ত কাজে যুক্ত মেষ রাশির মানুষদের ভাগ্য বিশেষ জোরে কাজ করবে। বিনিয়োগের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট অনুকূল, তবে বিশেষজ্ঞদের মতে ভাবনা-চিন্তা করে পদক্ষেপ নেওয়াই শ্রেয়।
6
10
মিথুন: ডিসেম্বর ২০২৫ মিথুন রাশির মানুষের জন্য সৌভাগ্যের মাস হয়ে উঠতে পারে, বিশেষ করে আয় বাড়ানোর বিষয়ে। তাদের যোগাযোগ, নেটওয়ার্কিং এবং কৌশলী চিন্তাধারার জন্য নতুন সুযোগ আসবে। ফ্রিল্যান্সিং, মার্কেটিং, অনলাইন ব্যবসা, মিডিয়া বা কনসালটিং পেশার সঙ্গে যুক্তরা লাভবান হতে পারেন।
7
10
বুধের অনুকূল অবস্থান মিথুনদের সিদ্ধান্ত গ্রহণে আরও শক্তিশালী করবে। ফলে ছোট বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনাও ভবিষ্যতে বড় সুবিধা এনে দিতে পারে। কারও কারও ক্ষেত্রে বিদেশ থেকে কাজ বা আয়ের নতুন পথও খুলে যেতে পারে।
8
10
মীন: স্থিতিশীলতা বাড়বে, ফেরত আসতে পারে পুরনো পাওনা। ডিসেম্বরের গ্রহগত পরিবর্তন মীন রাশির মানুষের আর্থিক স্থিতিশীলতা বাড়িয়ে তুলবে। যাদের দীর্ঘদিন ধরে আয় অনিয়মিত ছিল, তাদের ক্ষেত্রে নিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে।
9
10
মীন রাশির জাতক-জাতিকারা পুরনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন বা আগের ব্যর্থ কোনও পরিকল্পনা আবার সফল হয়ে উঠতে পারে। সৃজনশীল পেশা, শিক্ষা, গবেষণা বা শিল্প-সংক্রান্ত কাজে যুক্তদের আয়ও বাড়তে দেখা যেতে পারে।
10
10
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর ২০২৫ অর্থভাগ্যের দিক থেকে যথেষ্ট শুভ হতে চলেছে মেষ, মিথুন ও মীন রাশির জন্য। তবে মনে রাখবেন, সাফল্যের চাবিকাঠি লুকিয়ে থাকে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের ওপর, ভাগ্য শুধু সামনে এগোনোর দরজা খুলে দেয়।