বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে বারংবার বিতর্ক সৃষ্টি হয়েছে। পর্দার বাইরে তাঁর জীবন ঘিরে একাধিক বিতর্ক।
2
7
ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে আইনসম্মতভাবে বিবাহবিচ্ছেদ না করেই অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন (১৯৮০ সালে)। এরপর তিনি আইনকে ফাঁকি দিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই ‘দ্বিতীয় বিবাহ’ সেই সময়ে ভারতীয় সমাজে এবং বলিউডে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিল।
3
7
২০০৪ সালে বিজেপি-র টিকিটে লোকসভা সাংসদ নির্বাচিত হন ধর্মেন্দ্র। কিন্তু সাংসদ হিসেবে তিনি প্রায় অনুপস্থিত থাকতেন। সংসদীয় কার্যাবলী থেকে দূরে থাকতেন। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এর চেয়েও বড় বিতর্ক তৈরি হয়, যখন তিনি মন্তব্য করেন, তাঁকে ‘স্থায়ী একনায়ক’ হিসেবে নির্বাচিত করা উচিত।
4
7
হেমা মালিনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরও একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে ধর্মেন্দ্রের সম্পর্কের গুঞ্জন ওঠে। বিশেষত অভিনেত্রী অনিতা রাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সেই সময় বলিউডের অন্দরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। শোনা যায়, হেমা মালিনীর হস্তক্ষেপে সেই সম্পর্কের ইতি ঘটে।
5
7
অভিনেতা তাঁর নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁ 'গরম ধরম ঢাবা' শুরু করেন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এক ব্যবসায়ী ধর্মেন্দ্র এবং অন্যদের বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের করেছিলেন। যদিও পরে মামলাটি খারিজ করা হয়।
6
7
বলিউডে ধর্মেন্দ্রের মেজাজ ও মদ্যপানের একাধিক ঘটনা বেশ চর্চিত। অভিযোগ ছিল, মদ্যপানের পর তিনি মাঝে মাঝে মেজাজ হারিয়ে সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। অভিনেতা সঞ্জয় খান এবং রাজ কুমারের মতো তারকাদের সঙ্গেও তাঁর বচসা ও ঝামেলার খবর বিভিন্ন সময়ে সংবাদ শিরোনামে এসেছে।
7
7
সম্প্রতি গুরুতর অসুস্থতার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই সময়ে, তাঁর অসুস্থতা ও পরিবারের কিছু একান্ত মুহূর্তের ভিডিও অনুমতি ছাড়াই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তাঁর পরিবার ক্ষোভ প্রকাশ করে। এমনকী গোপনীয়তা ভঙ্গের বিতর্ক তৈরি করে।