বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানুয়ারি মাসেই তৈরি হচ্ছে এক বিরল যোগ। চাঁদের শ্রবণ নক্ষত্রে ৪ গ্রহ প্রবেশ করছে। সেখানেই তৈরি হবে চতুর্গ্রাহী যোগ। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, শ্রবণ নক্ষত্র জ্ঞান এবং শিক্ষার অধিপতি। ফলে এই নক্ষত্রে চতুর্গ্রাহী যোগ তৈরি হওয়ায় তার সুফল ভোগ করবে কিছু রাশি। ছবি- এআই দ্বারা নির্মিত
2
10
শ্রবণ নক্ষত্রে শুক্র, বুধ, সূর্য এবং মঙ্গল গ্রহ প্রবেশ করবে। আগামী ২১ জানুয়ারি মধ্যরাত ২.৫৪ মিনিটে শুক্র গ্রহ প্রবেশ করবে এই নক্ষত্রে। এরপর ২৩ জানুয়ারি সকাল ১০.২৭ মিনিটে বুধ আসবে এই নক্ষত্রে। তারপরের দিনই অর্থাৎ ২৪ জানুয়ারি সকাল ১০.৫৬ মিনিটে শ্রবণ নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। ২৯ জানুয়ারি রাত ১২.৪৬ মিনিটে মঙ্গল যখন অবশেষে এই নক্ষত্রে আসবে তখনই তৈরি হবে চতুর্গ্রাহী যোগ। এতে লাভবান হবেন ৪ রাশির জাতকেরা। উপচে পড়বে ধন, সুখ, সমৃদ্ধি। ছবি- এআই দ্বারা নির্মিত
3
10
বৃষ: আর্থিক অবস্থার উন্নতি হবে। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবেতেই উন্নতি করবেন। মানসিক চাপ কমবে। কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। পদোন্নতি হতে পারে। কাজের জন্য প্রশংসিত হবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
4
10
বিনিয়োগ করার সেরা সময়। এই সময় সম্পত্তি কিনতে পারেন। পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। সম্মান বাড়বে। মানুষ আপনার কথা শুনবে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
10
মিথুন: জ্ঞান বাড়বে। নতুন কিছু শেখা শুরু করতে পারেন। যাঁরা ব্যবসা করেন, তাঁরা লাভের মুখ দেখবেন। ব্যবসা বৃদ্ধি হবে। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
10
যাঁরা চাকরি করেন তাঁরা বস বা উচ্চপদস্থ কারও থেকে তারিফ শুনবেন। যাঁরা বহুদিন ধরে চাকরি বদলের চেষ্টা করছেন, তাঁরা তাতে সফল হবেন। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। বন্ধুরা সাহায্য করবে। ছবি- এআই দ্বারা নির্মিত
7
10
সিংহ: সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। যে কাজ বহুদিন ধরে করার চেষ্টা করছেন, কিন্তু সফল হতে পারছেন না, তাঁরা সেই কাজে অবশেষে সাফল্য পাবেন এই সময়। পৈতৃক সম্পত্তি থেকে আয় হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
10
চাকরি হোক বা ব্যবসা, সবেতেই সাফল্যে মুখ দেখবেন। ব্যবসা দ্বিগুণ হবে, নতুন অর্ডার পাবেন। কাজের জগতে নতুন দায়িত্ব পাবেন। হঠাৎ ধনলাভ হবে। সম্পর্কের গভীরতা বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
9
10
ধনু: চতুর্গ্রাহী যোগের কারণে এই রাশির জাতকদেরও হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে। সমাজে মান, সম্মান বাড়বে। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
10
10
নতুন কিছুতে বিনিয়োগের সুযোগ এলে হাতছাড়া করবেন না। এই সময় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন। ভাগ্য এই সময় আপনার সঙ্গে থাকবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। ব্যক্তিগত জীবনে বসন্তের ছোঁয়া লাগবে। ছবি- এআই দ্বারা নির্মিত