বেসরকারি খাতের কানারা ব্যাঙ্ক সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট মেয়াদের (FD) সুদের হার পুনঃনির্ধারণ করেছে। এটি ৭ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এছাড়া, নির্বাচিত স্ল্যাবের আওতায় দেশের অভ্যন্তরীণ/NRO/NRE সেভিংস ব্যাঙ্ক আমানতের সুদের হারও হ্রাস করা হয়েছে।
2
9
ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী সাধারণ গ্রাহকদের জন্য ৩ কোটি টাকার কম ডিপোজিটে এখন সুদের হার হবে ৩.২৫% থেকে ৬.৫০% এর মধ্যে। সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৬.৫০% সুদের হার দেওয়া হবে ৪৪৪ দিনের মেয়াদি ডিপোজিটে। কলেবল ফিক্সড ডিপোজিটে আগাম উত্তোলন অনুমোদিত।
3
9
প্রবীণ নাগরিকদের জন্য নির্বাচিত মেয়াদে আরও ভালো সুবিধা থাকবে যেমন আগে ছিল। ৬০ বছরের ঊর্ধ্বে জ্যেষ্ঠ নাগরিকরা পাবেন ৩.২৫% থেকে ৭% পর্যন্ত সুদ।
4
9
৪৪৪ দিনের মেয়াদি ফিক্সড ডিপোজিটে তাদের জন্য সর্বোচ্চ সুদের হার হবে ৭%। এই সুদের হার সংশোধন এমন সময়ে এল, যখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ৬ আগস্ট ২০২৫-এ রেপো রেট ৫.৫% অপরিবর্তিত রেখেছে।
5
9
RBI এই বছর এখন পর্যন্ত মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। এরফলে অনেক ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিয়েছে।
6
9
তবে ৩ কোটি টাকার কম মূল্যের যেসব ডোমেস্টিক/NRO টার্ম ডিপোজিট ১২ মার্চ ২০১৯ বা তার পরে গ্রহণ বা নবায়ন হয়েছে। সেগুলি আগাম ভাঙানো, আংশিক উত্তোলন, বা মেয়াদপূর্বে নবায়নের ক্ষেত্রে ১% হারে জরিমানা ধার্য হবে।
7
9
ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও সংশোধন করেছে। এখন নতুন সেভিংস অ্যাকাউন্টের সুদের হার হবে ২.৫৫% থেকে ৪% এর মধ্যে, যেটা সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সের ওপর নির্ভর করবে।
8
9
আগে এই হার ছিল ২.৭০% থেকে ৪% এর মধ্যে। যখন RBI রেপো রেট কমায়, তখন ঋণগ্রহীতারা উপকৃত হন কারণ তাদের EMI কমে যায়।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।