বলিউডের 'কনট্রোভার্সি কুইন' রাখি সাওয়ান্ত এবং তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানির মধ্যে দীর্ঘদিনের দাম্পত্য কলহ এবং আইনি লড়াই অবশেষে এক বন্ধুত্বপূর্ণ সমাধানের দিকে মোড় নিয়েছে।
2
6
সম্প্রতি বোম্বে হাইকোর্ট উভয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, দু'পক্ষই তাঁদের যাবতীয় অভিযোগ এবং বিরোধ 'বন্ধুত্বপূর্ণভাবে মীমাংসা' করে নিয়েছে।
3
6
রাখি সাওয়ান্ত গত বছর তাঁর প্রাক্তন স্বামী আদিলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন। এর মধ্যে ছিল গার্হস্থ্য সহিংসতা, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বিবাহ-বহির্ভূত সম্পর্ক।
4
6
এই অভিযোগগুলির ভিত্তিতে মুম্বইয়ের ওশিয়ারা থানায় আদিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় (যেমন ধারা ৪০৬, ৪২০, ৪৯৮এ এবং ৩৭৭) এফআইআর দায়ের করা হয়েছিল। যার ফলে আদিলকে গ্রেফতারও করা হয়।
5
6
অন্যদিকে, আদিল দুরানিও রাখির বিরুদ্ধে পালটা এফআইআর করেছিলেন। তবে, বর্তমানে এই দম্পতি আইনি প্রক্রিয়ায় একটা মীমাংসায় পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছেন। বোম্বে হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চের সামনে রাখি সাওয়ান্ত ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জানান যে তিনি তাঁর দায়ের করা এফআইআর প্রত্যাহারে 'কোনও আপত্তি' জানাচ্ছেন না। আদালত তখন উল্লেখ করে যে, যেহেতু এটি একটি দাম্পত্য সংক্রান্ত বিরোধ এবং দু'পক্ষই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তা মিটিয়ে নিয়েছে, তাই এই সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করে দেওয়া যুক্তিযুক্ত।
6
6
আদালতের এই রায়ের ফলে রাখি সাওয়ান্ত এবং আদিল দুরানির মধ্যকার সমস্ত ফৌজদারি মামলা এখন বাতিল হয়ে গেল। আদালতের রায়ের পর রাখি সাওয়ান্ত মুম্বই সংবাদমাধ্যমকে জানান, তিনি এখন এই সব বিতর্ক থেকে মুক্ত হতে চান এবং নিজের কাজে মনোনিবেশ করতে চান। তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এই কঠিন সময় অবশেষে শেষ হল। রাখি এবং আদিল উভয়েই এখন আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবেন বলে জানা গিয়েছে।