বরাবর-ই রঙিন মেজাজের ব্যক্তিত্ব বরুণ ধাওয়ান। বাড়িতে পরিবারের সঙ্গে নয়, শুটিংয়ের সেটেই তুমুল রং খেলায় মাতলেন এই বলি-তারকা। এইমুহূর্তে 'সানি সংস্কারি কী তুলসী কুমারী' ছবির শুট সারছেন বরুণ।
2
8
সেখানেই তাঁর সহ-অভিনেতা মনীশ পাল-কে ফাগে রাঙিয়ে উৎসবে মজলেন বরুণ। এরপর ভ্যানিটি ভ্যানের মধ্যে নিজের টিশার্ট খুলে উদ্বাহু হয়ে নিজের 'রঙিন' ছবি পোস্ট করে দোলের শুভেচ্ছা জানিয়েছেন 'বদলাপুর'-এর নায়ক। সঙ্গে জানান, খুব তাড়াতাড়িই তাঁদের এই ছবির হোলি-স্পেশ্যাল গান আসছে।
3
8
কোনও বলি-পার্টিতে নয়, সপরিবারে বাড়িতেই রং খেললেন কার্তিক আরিয়ান। গোটা আরিয়ান পরিবারের সবাই চুটিয়ে ডুব দিয়েছেন আবির-ফাগের সাগরে। এর পাশাপাশি ন্যাড়াপোড়া-ও করলেন 'ভুল ভুলাইয়া' অভিনেতা।
4
8
বসন্ত তাঁদের ভালবাসার জৌলুসের কাছে ম্লান। ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ।
5
8
এ দিন তাঁরাও আশ মিটিয়ে দোল খেলেছেন। শুধু আবিরে অবশ্য। বলিউডের নবীন জুটির সারা গায়ে, সাদা পোশাকে রামধনুর সাত রঙের সহবাস।
6
8
অঙ্কিতা লোখণ্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন এদিন একটি বড়সড় হোলি-পার্টির আয়োজন করেছিলেন। সেখানে হাজির হয়েছিলেন তাঁদের পরিবার এবং ইন্ডাস্ট্রির পরিচিত মুখেরা। রং খেলতে খেলতে কোমর বেঁধে শাড়ি পরে বন্ধুদের সঙ্গে নাচে-গানে মেতে উঠলেন অঙ্কিতা।
7
8
কঙ্গনা রানাউত-ও যে হোলিতে মজেছেন সেকথা সমাজমাধ্যম থেকেই স্পষ্ট। 'হোলিকা দহন' অর্থাৎ 'ন্যাড়া পুড়িয়ে' বসন্ত উৎসবের শুভেচ্ছা নেটপাড়াকে জানিয়েছেন তিনি।
8
8
রঙিন ঝলমলে হয়ে রঙের খেলায় মাতলেন রুবিনা ট্যান্ডন-ও। বয়স-ও যেন রবীনার জৌলুসের কাছে ম্লান। সম্প্রতি, কুম্ভে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গঙ্গায় প্রদীপ ভাসানোর ছবি পোস্ট করে এদিন হোলির শুভেচ্ছা জানলেন তিনি।