বলিউডে লুকিয়ে আছে একের পর এক অবাক করা পারিবারিক যোগ। তেমনই এক তথ্য হল, দক্ষিণী তারকা প্রিয়মণি জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের আত্মীয়া!
2
7
প্রিয়মণি জানিয়েছেন, তাঁদের দু’জনের দাদু ছিলেন সহোদর ভাই। অর্থাৎ বিদ্যা ও প্রিয়ামণি আসলে পরস্পরের 'সেকেন্ড কাজিন'। তবে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, তাঁদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ খুব একটা নেই বলেই জানালেন দ্য ফ্যামিলি ম্যান সিরিজ খ্যাত এই অভিনেত্রী।
3
7
তিনি বলেন, “আমরা খুব একটা কথা বলি না। তবে ওঁর বাবা, অর্থাৎ বালন আঙ্কেল, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কখনও আমাকে না পেলে তিনি বাবাকে ফোন করেন, আর দু’জনেই গল্পে মেতে ওঠেন।”
4
7
বিদ্যা বালনকে নিয়ে প্রিয়মণির প্রশংসা, “বিদ্যা এক অসাধারণ অভিনেত্রী। তাঁর অভিনয় আমি গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। আমি সত্যিই চাই, তিনি যত দ্রুত সম্ভব আবার পর্দায় ফিরুন। দর্শক হিসেবে আমি তাঁকে ভীষণ মিস করছি।”
5
7
একই সাক্ষাৎকারে প্রিয়মণি কথা বলেছেন দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে। দীপিকার ফিল্ম সেটে ৮ ঘণ্টার ‘ওয়ার্কিং ডে’ প্রবর্তনের প্রস্তাব নিয়ে এখন বলিউডে চলছে বিতর্ক। প্রিয়ামণির মতে, “এই বিষয়টা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির উপর। কখনও কখনও তোমাকে মানিয়ে নিতে হয়, সেটাও একদম স্বাভাবিক।”
6
7
তিনি আরও জানান, ‘জওয়ান’-এর জন্য শাহরুখ খানের জাতীয় পুরস্কার পাওয়ার খবরে তিনি ভীষণ খুশি। “আমি শাহরুখ স্যারের সঙ্গে এতটা ঘনিষ্ঠ নই যে সরাসরি মেসেজ পাঠাব। কিন্তু আমি তাঁর ম্যানেজার পূজা দাদলানিকে মেসেজ করে আমার শুভেচ্ছা জানিয়েছি। খুব আশা করছি, খুব তাড়াতাড়ি ওঁর সঙ্গে দেখা হবে,” বক্তব্য প্রিয়মণির।
7
7
অভিনেত্রী এখন ব্যস্ত রাজ ও ডি.কে. পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর তৃতীয় মরশুমের শুটিংয়ে। সেখানে তাঁকে ফের একবার দেখা যাবে তাঁর অভিনীত বহুল জনপ্রিয় চরিত্র ‘সুচিত্রা’-র ভূমিকায়।