ভারতের অনূর্ধ্ব ১৪ ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিহারের সহ অধিনায়ক হলেন। আসন্ন রঞ্জি ট্রফিতে সূর্যবংশীকে সহ অধিনায়ক করা হয়েছে। বিহারের রঞ্জি দলকে নেতৃত্ব দেবেন সাকিবুল গণি।
2
8
বিহারের নির্বাচক কমিটিতে এক সদস্য কম ছিলেন। অর্থাৎ দু'জন সদস্য ছিলেন কমিটিতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে এই খবর পৌঁছনোর পরে অ্যাড হক পদ্ধতিতে আরও এক সদস্য নিযুক্ত করা হয়। কিন্তু পাঁচ সদস্যের কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয় বিহার ক্রিকেট সংস্থাকে। তিন সদস্যের কমিটিই বিহারের রঞ্জি ট্রফির দল নির্বাচন করেছে। সেই দলের সহ-অধিনায়ক করা হয়েছে বৈভব সূর্যবংশীকে।
3
8
বৈভব সূর্যবংশী ভারতের তরুণ তারকা। আইপিএলে তাঁকে কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস।
4
8
আইপিএল ২০২৫-এ ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসে খেলেন তিনি।
5
8
ইংল্যান্ডে অনুষ্ঠিত ভারতের অনূর্ধ্ব ১৯ সফরেও সূর্যবংশী ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স তুলে ধরেন। উদ্বোধনী ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেন সূর্যবংশী। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডে-তে মাত্র ২০ বলে পঞ্চাশ করেন বাঁ হাতি ক্রিকেটার। তবে আইকনিক ইনিংসটা খেলেন উরসেস্টারে। মাত্র ৫২ বলে সূর্যবংশী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেঞ্চুরি করার পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করেন সূর্যবংশী। সব মিলিয়ে ৩৫৫ রান করেন তিনি।
6
8
টেস্ট ফরম্যাটে অবশ্য সূর্যবংশী ওয়ানডের মতো বিধ্বংসী মেজাজে ধরা দেননি। চারটি ইনিংসে ৯০ রান করেন।
7
8
সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড। ১৪ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে।
8
8
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্টে ৭৮ বলে সেঞ্চুরি করেছিলেন সূর্যবংশী। সেই সূর্যবংশীকেই বিহারের সহ অধিনায়ক করা হল।