বিহার বিধানসভা নির্বাচন ২০২৫–এর ফল ঘোষণা হতেই চারিদিকে ফের নীতীশের জয়জয়কার। মূল প্রশ্ন—প্রায় দুই দশক ধরে রাজ্যের ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফের পরিস্থিতি সামলে ক্ষমতায় ফেরার পথে। ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেই তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন।
2
9
জনতা দল (ইউনাইটেড)-এর সর্বাধিনায়ক নীতীশ কুমার নিজের আরেকটি মেয়াদের দিকে তাকিয়ে আছেন। তবে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, এবং বিভিন্ন জনমত সমীক্ষায় অসন্তোষজনক জনপ্রিয়তার ইঙ্গিত, পরিস্থিতিকে কঠিন করে তুলেছিল। বিশেষ করে আরজেডি নেতা তেজস্বী যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নীতীশ কুমারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ৭৪ বছর বয়সেও তিনি বিহারের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।
3
9
এনডিএ–র প্রধান শাসকদল বিজেপি আগেই ইঙ্গিত দিয়েছে যে তারা বিহারে শক্ত অবস্থান চায়। চলতি বছরের শুরুতে প্রকাশিত ‘স্টেট ভোট ভাইব’ সমীক্ষায় দেখা গেছে, ৩৩% উত্তরদাতা চেয়েছিলেন বিজেপি আগেভাগেই নিজেদের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করুক। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘন হয়েছে।
4
9
১৪ নভেম্বরের ফলাফল বিহারের আগামী রাজনৈতিক সমীকরণ, জোট রাজনীতি এবং ক্ষমতার রূপরেখা নতুন করে নির্ধারণ করবে।
5
9
নীতীশ কুমার বিহারের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন তিনি। এরপর বহু ওঠানামা, জোট পরিবর্তন, রাজনৈতিক চাপ—সবকিছু পেরিয়ে তিনি প্রায় দুই দশক ধরে রাজ্যের শাসনক্ষমতায় রয়েছেন।
6
9
ফলে তাঁর অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতাই এনডিএ–র কাছে বড় সম্পদ। তবে সমালোচকরা বলেন—দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে।
7
9
এবারের নির্বাচনি প্রেক্ষাপটে তাঁর ব্যক্তিগত সম্পত্তির হিসাবও আলোচনায় এসেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মন্ত্রিসভা সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নীতীশ কুমারের মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ১.৬৪ কোটি। এর মধ্যে অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ১৬,৯৭,৭৪১ এবং স্থাবর সম্পত্তির মূল্য ১.৪৮ কোটি। তাঁর কাছে নগদ অর্থ রয়েছে মাত্র ২১,০৫২ এবং বিভিন্ন ব্যাংকে প্রায় ৬০,৮১১।
8
9
২০২৫ সালের জানুয়ারিতে জানা গিয়েছিল নীতীশ কুমারের নামে মাত্র একটি ফ্ল্যাট রয়েছে—দিল্লির দ্বারকার একটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে। ২০২৩ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১.৬৪ কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ গত কয়েক বছরে বড় ধরনের সম্পত্তি বৃদ্ধির কোনও তথ্য পাওয়া যায়নি।
9
9
সব মিলিয়ে, বিহার নির্বাচনের ফলাফল শুধু এনডিএ বা মহাগঠবন্ধনের ভবিষ্যৎ নয়, বরং নীতীশ কুমারের প্রায় বিশ বছরের রাজনৈতিক অধ্যায়ের পরবর্তী দিকনির্দেশও নির্ধারণ করবে। তবে পরিস্থিতি যেদিকে এগিয়েছে তাতে তাকেই ফের একবার মুখ্যমন্ত্রী করার কথা ভাবতেই পারে বিজেপি।