শীতের আমেজ পড়ে গিয়েছে। পারদের পতন লক্ষ্য করা যাচ্ছে। আর শীত আসা মানেই যেমন নলেন গুড়, কুয়াশা মাখা ভোর, তেমনই পিকনিক। ডিসেম্বরেই পিকনিকের প্ল্যান করছেন বন্ধু বা পরিবারের সবাই মিলে? তাহলে কলকাতার কাছেপিঠে অবস্থিত এই জায়গাগুলোর একটি হতে পারে আপনার গন্তব্য।
2
8
দেউলটি: হাওড়া থেকে লোকাল ট্রেনে করে সহজেই পৌঁছিয়ে যাওয়া যাবে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই জায়গায়। পিকনিকের মাঝে চাইলে অটো করে চলে যেতে পারেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে দেখতে।
3
8
বুড়ুল: রায়পুরে নদীর ঠিক পাশেই অবস্থিত এই জায়গাটি। নদীর হাওয়া খেতে খেতে মনোরম পরিবেশে হইহই করে একটা দিন কাটানোর আদর্শ জায়গা।
4
8
গাদিয়াড়া: কলকাতা থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটি। দুই আড়াই ঘণ্টায় সহজেই পৌঁছে যাওয়া যাবে। গঙ্গা নদীর তীরে বসে সকলে মিলে আনন্দে একটা দিন কাটিয়ে আসতে পারেন।
5
8
ফলতা: গঙ্গার তীরে অবস্থিত দক্ষিণ ২৪ পরগনার এই জায়গাটি আদর্শ পিকনিক স্পট। সবুজ গালিচায় খেলে বেড়াতে চাইলে তার যেমন সুযোগ রয়েছে, তেমনই নৌকা ভ্রমণ থেকে খাঁটি গুড় চেখে দেখা সবের সুবিধা পাবেন।
6
8
পিয়ালি আইল্যান্ড: কলকাতা থেকে মাত্র ৭০ কিমি দূরে অবস্থিত এই জায়গাটি। জঙ্গল, নদী দুই রয়েছে এখানে। মাছ ধরা নেশা হলে এটা আদর্শ জায়গা হতে পারে। পরিযায়ী পাখির দেখা পাবেন এখানে শীতকালে।
7
8
টাকি: ভারত-বাংলাদেশ বর্ডারেও চলে যেতে পারেন পিকনিক করতে। টাকি সেক্ষেত্রে হতে পারে আপনার আদর্শ জায়গা। ইছামতীর তীরে কাটিয়ে আসতে পারেন একদিন।
8
8
শান্তিনিকেতন: যদি একটু দূরে যেতে চান তাহলে সকালের ট্রেন ধরে চলে যান শান্তিনিকেতন। কোপাই, খোয়াই ঘুরে, বিকেলের ট্রেনে ফিরে আসুন। একটু ঝক্কি হবে, কিন্তু একটা দিন সুন্দর কাটবে।