অভিনেত্রী অর্চনা পূরণ সিং ও পরমিত শেঠি বলিউডের অন্যতম সুখী দম্পতি। কিন্তু তাঁদের দাম্পত্যেও একসময় নেমে এসেছিল অশান্তি। সম্প্রতি ছেলে আর্যমানের ব্লগে এসে অর্চনা নিজেই জানালেন, অহংকারের সংঘর্ষ তাঁদের সম্পর্কে এক সময় ভাঙন ধরিয়েছিল।
2
6
অর্চনার কথায়, “একটা সময় আমরা একে অপরকে একদম বুঝতে পারছিলাম না। অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হয়েছিল সম্পর্কটা ভেঙে যাবে। তখন আমি ভাবলাম, এটা হতে দিতে পারি না। তোমাদের বাবার মতো মানুষ আমি আর খুঁজে পাব না, যে আমার থেকেও বেশি ভালবাসে সন্তানদের।”
3
6
পরমিতও মেনে নেন, দাম্পত্য জীবনে অহংকার বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ঝগড়া এতটাই বেড়েছিল যে প্রায় প্রতিদিন ১৫ বার পর্যন্ত মতবিরোধ হত। তবে শেষ পর্যন্ত তাঁদের পাশে দাঁড়ায় ধ্যানচর্চা।
4
6
অর্চনা প্রথমে ‘আর্ট অব লিভিং’-এর ধ্যান শুরু করেন। পরে পরমিতকেও রাজি করান। পরমিতের কথায়, “প্রথম ধ্যান সেশনেই মনে হল সব চাপ, রাগ, অভিমান যেন বেরিয়ে গেল। ভেতরে শান্তি ফিরে এল।”
5
6
এরপর ধীরে ধীরে তাঁদের সম্পর্কে ফেরে ভারসাম্য। আজও তাঁরা ঝগড়া করেন, মতবিরোধ হয়, কিন্তু সেটা সম্পর্কের অটুটতায় কোনও প্রভাব ফেলে না। বরং দু’জনেই চেষ্টা করেন বোঝাপড়া বজায় রাখতে।
6
6
অর্চনার মতে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে এগোনোটাই আসল। তাঁদের মতে, “আদর্শ দাম্পত্য মানে সবসময় ঝগড়াহীন নয়, বরং লড়াইয়ের মধ্যেও সম্পর্ক টিকিয়ে রাখার শক্তি খুঁজে পাওয়া।”