জাপানে তীব্র ভূমিকম্প ও সুনামির মুখে প্রভাস! এখন কেমন আছেন? চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে
নিজস্ব সংবাদদাতা
৯ ডিসেম্বর ২০২৫ ১৬ : ১৩
শেয়ার করুন
1
6
৮ ডিসেম্বর, সোমবার, জাপানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় সুনামির সতর্কতাও জারি করা হয়। ঠিক এই সময়েই দক্ষিণী সুপারস্টার প্রভাস জাপানে ছিলেন বলে জানা যায়। বিখ্যাত ছবি 'বাহুবলী: দ্য এপিক'-এর বিশেষ প্রিমিয়ার স্ক্রিনিংয়ের জন্য প্রভাস এবং প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা সম্প্রতি জাপান সফর করেছিলেন।
2
6
ভূমিকম্প এবং সুনামির সতর্কতার খবরটি ছড়িয়ে পড়তেই প্রভাসের অগণিত ভক্ত তাঁর নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যানেরা প্রিয় অভিনেতার খবর জানতে চেয়ে পোস্ট করতে শুরু করেন।
3
6
অবশেষে, প্রভাসের আসন্ন ছবি 'দ্য রাজা সাব'-এর পরিচালক মারুতি দাসারি ভক্তদের এই উদ্বেগ নিরসন করেন। একজন ফ্যানের টুইটের উত্তরে তিনি নিশ্চিত করেন যে প্রভাস সম্পূর্ণ সুরক্ষিত আছেন। মারুতি তাঁর পোস্টে লেখেন, 'ডার্লিং (প্রভাস)-এর সঙ্গে কথা হয়েছে, তিনি টোকিওতে নেই এবং নিরাপদে আছেন, চিন্তা করবেন না।' পরিচালকের এই বার্তাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং অভিনেতার অনুরাগীদের মধ্যে স্বস্তি ফেরে।
4
6
প্রভাসের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর তাঁর পরবর্তী ছবি 'দ্য রাজা সাব' নিয়েও অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ছবিটি পরিচালনা করছেন মারুতি দাসারি নিজেই। গত সেপ্টেম্বরে প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। গল্পটি শুরু হয় প্রভাসকে নিয়ে। গল্পের শুরুতে তিনি বোমান ইরানির চরিত্রের তত্ত্বাবধানে একটি ঘোরের মধ্যে থাকেন। হঠাৎ করেই প্রভাস জেগে ওঠেন এবং চিৎকার করে জানান যে তিনি একটি খুন হতে দেখেছেন। এরপরই গল্পের পটভূমি একটি ভূতুড়ে দুর্গের দিকে মোড় নেয়, যেখানে প্রভাস তাঁর দলবলকে নিয়ে এক অবিশ্বাস্য পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন।
5
6
কিন্তু এই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে ওঠে যখন তাঁদের সামনে আসে সঞ্জয় দত্তের ভয়ঙ্কর চরিত্র। এরপর শুরু হয় নানা মায়াজাল, বাস্তবতার পরিবর্তন এবং অতিপ্রাকৃত শক্তির লড়াইয়ের এক জমজমাট দৃশ্য। ছবিতে প্রভাসকে একাধিক অবতারে দেখা যায়। মারুতি রচিত ও পরিচালিত 'দ্য রাজা সাব' ছবিতে প্রভাসের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মালবিকা মোহানন, নিধি আগরওয়াল এবং ঋদ্ধি কুমার। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন বোমান ইরানি ও সঞ্জয় দত্ত।
6
6
শুরুতে ছবিটি ২০২৫ সালের ৫ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখন আনুষ্ঠানিকভাবে এর মুক্তির তারিখ পিছিয়ে ২০২৬ সালের ৯ই জানুয়ারি করা হয়েছে। এস থমন এই ছবির সঙ্গীত পরিচালক এবং কার্তিক পালনানি ক্যামেরার দায়িত্বে আছেন।