A letter name personality know their characteristics and traits
A দিয়ে নামের শুরু? বিশেষ কিছু গুণে আপনি সকলের থেকে আলাদা, দোষগুলি কী কী
নিজস্ব সংবাদদাতা
১০ নভেম্বর ২০২৫ ১৫ : ০৬
শেয়ার করুন
1
8
কোনও ব্যক্তির নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব, আচরণ এবং চিন্তাভাবনাকে অনেকাংশে প্রভাবিত করে। এই কারণেই নাম এবং অঙ্কজ্যোতিষ বিদ্যায় নামের প্রথম অক্ষরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যাঁদের নাম ইংরেজি অক্ষর ‘A’ দিয়ে শুরু হয়, তাঁরা কেমন হন? এমন মানুষদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে, যা তাঁদের অন্যদের থেকে আলাদা করে তোলে। এই বিষয়ে বিশদ তথ্য জানিয়েছেন জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
2
8
‘A’ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবনে একটাই লক্ষ্য—সবসময় এগিয়ে যাওয়া। এরা নতুন কিছু করার চিন্তায় ভরপুর থাকে এবং কোনও পরিস্থিতিতেই পিছু হটে না। চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, এরা ডট করে তার মোকাবিলা করে।
3
8
এই মানুষদের মধ্যে এক বিশেষ সাহস থাকে। কোনও কাজ শুরু করার আগে ভয় পাওয়া এদের স্বভাব নয়। একবার কিছু করার সংকল্প নিলে তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরা থামে না। কঠিন পরিস্থিতিও এদের লক্ষ্য থেকে বিরত রাখতে পারে না।
4
8
‘A’ নামধারীরা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। এদের কাছে সাফল্য মানেই অধ্যবসায়। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য দিন-রাত এক করে দেয় এরা। কাজ ফেলে রাখা বা দেরি করা এদের স্বভাব নয়।
5
8
এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা স্বাভাবিকভাবেই থাকে। এরা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করে এবং অন্যদের সঠিক পথে পরিচালিত করতে জানে। ফলে দল বা প্রতিষ্ঠানে সহজেই নেতৃত্বের আসন দখল করে নিতে পারে।
6
8
‘A’ দিয়ে নাম শুরু মানুষের সবচেয়ে বড় গুণ হল আত্মবিশ্বাস। এরা নিজের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের শর্তে জীবন যাপন করে। বাইরের মতামতের চেয়ে নিজের বিচারবুদ্ধিতে বিশ্বাস রাখে।
7
8
এই মানুষদের এক অসাধারণ গুণ হল—যে কোনও পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। কঠিন সময় হলে এরা ধৈর্য ধরে থাকে, আর সুযোগ এলে তা সম্পূর্ণভাবে কাজে লাগায়। এই গুণই তাঁদের অন্যদের চেয়ে এগিয়ে রাখে।
8
8
‘A’ নামের মানুষরা সাধারণত এমন পেশা বেছে নেয় যেখানে নেতৃত্ব ও দায়িত্ববোধের প্রয়োজন বেশি। ব্যবসা, শিক্ষা, গবেষণা বা প্রশাসনিক ক্ষেত্রে এরা বিশেষভাবে সফল হয়। পাশাপাশি, নতুন কিছু শেখা ও তা প্রয়োগ করার ক্ষেত্রে এরা সবসময় উৎসাহী।