ঘর সাজাতে গিয়ে অনেক সময়ই টুকটাক জিনিসের দিকে নজর দেওয়া হয় না। কিন্তু এই সামান্য বিষয়ই কিন্তু বিপদ ডেকে আনতে পারে জীবনে, সে দাম্পত্য জীবন হোক কর্মক্ষেত্র। বেডরুমে কোন ভুল ভুলেও করা যাবে না জেনে নিন।
2
8
প্রথমত, বিছানার ঠিক সামনেই কখনও আয়না রাখবেন না। ঘুম থেকে উঠেই যাতে চোখ আয়নার দিকে না যায় সেই ব্যবস্থা করুন। ফেং শুই মতে মনে করা হয়, আয়না শক্তিকে প্রতিফলিত করে। খাটের উল্টো দিকে আয়না থাকলে সেটা ঘুমের সময় অস্থিরতা তৈরি করে। সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির প্রভাব পড়তে পারে বলেও মনে করা হয়।
3
8
দ্বিতীয়ত, বিছানার ঠিক উপরেই সিলিং ফ্যান বা ভারী কোনও ঝাড়বাতি লাগাবেন না। মনে করা হয় এতে এক ধরনের চাপ তৈরি হয়, যাকে বিষাক্ত তীর বলা হয়ে থাকে। এটি মানসিক চাপ বৃদ্ধি ঘটায়, স্বাস্থ্যের অবনতি হয়।
4
8
তৃতীয়ত, বিছানা কখনও দরজার দিকে মুখ করে রাখবেন না। এটিকে 'কফিন পজিশন' বলে। পা দরজার দিকে মুখ করে থাকলে সেটা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। স্বাস্থ্যও খারাপ করে।
5
8
চতুর্থত, বিছানার নিচে ভুলেও অপ্রয়োজনীয় জিনিস বা আবর্জনা রাখবেন না। জুতোর বাক্স, পুরনো জিনিস জমিয়ে রাখেন অনেকেই বিছানার নিচে। এটি ভাল অভ্যাস নয়। এটি মানসিক স্থিতির উপর খারাপ প্রভাব ফেলে।
6
8
পঞ্চম, শোয়ার ঘরে অতিরিক্ত ইলেক্ট্রনিক্স জিনিস রাখবেন না। এর থেকে নির্গত ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এবং উজ্জ্বল আলো ঘুমের মান খারাপ করে।
7
8
ষষ্ঠ, বেডরুমে হালকা আলোর ব্যবহার করুন। বেশি উজ্জ্বল আলো ব্যবহার করবেন না। উজ্জ্বল আলো ঘুমকে বিঘ্নিত করে।
8
8
সপ্তম, বেডরুমে বসে কাজ বা শরীর চর্চা না করাই শ্রেয়। এখানে শরীর চর্চার জিনিস, কাজের ফাইল ইত্যাদি রাখা থাকলে সরিয়ে ফেলুন। কাজ এবং বিশ্রামকে সবসময় আলাদা রাখা উচিত।