সংবাদসংস্থা মুম্বই: জোয়া আখতার পরিচালিত ছবি ' 'দ্য আর্চিজ'-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল বেশকিছু তারকা সন্তানদের। তাঁদের মধ্যে ছিলেন সুহানা খান, অগস্ত্য নন্দ ও খুশি কাপুর। কিন্তু জনপ্রিয় তারকা সন্তানদের নিয়ে ছবি তৈরি করেও সাফল্যের মুখ দেখেননি জোয়া। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এমনকী উঠে এসেছিল সমালোচনার শীর্ষেও।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে পরিচালক 'দ্য আর্চিজ'-এর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, "ছবির চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনলে হয়ত একটু অন্যরকম ভাবে দর্শকের সামনে তুলে ধরা যেত। এছাড়াও আমার মনে হয়, অভিনেতারাও নিজেদের দক্ষতা আরও বেশি ফুটিয়ে তুলতে পারতেন যদি চিত্রনাট্যে সামান্য কিছু বদল আসত।"
এতজন তারকা সন্তান থাকলেও ছবির জনপ্রিয়তা তেমন চোখে পড়েনি। এই বিষয়ে জোয়া অন্য এক সাক্ষাৎকারে বলেন, "আমার বাবা স্টারকিড নন। নিজের যোগ্যতায় সফল হয়েছেন। আমি তাঁর ছত্রছায়ায় বড় হয়ে শিল্প চর্চা করেছি। আমার অধিকার আছে নিজের ইচ্ছে মতো কাজ করার। নিজের টাকা দিয়ে ছবি তৈরি করার।" এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, তিনি যদি জনতার টাকা নিয়ে ছবি বানাতেন, তবে তা স্বজনপোষণ হত। নিজের টাকা যে কোনও উপায়ে তিনি খরচ করতে পারেন। তা সে অভিনয় করেই হোক বা পরিচালনা। দর্শক তাঁর তৈরি ছবি দেখবেন কিনা, সেটা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত।
