আজকাল ওয়েবডেস্ক: কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেনের মৃত্যুর খবর চাউর হয়ে গিয়েছে চারিদিকে। প্রায় দেশি-বিদেশি সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, সান ফ্রানসিসকোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ অসত্য বলে দাবি করলেন ভাইপো আমির অউলিয়া।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়। তারঁ বন্ধু রাকেশ চৌরাসিয়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বহুদিন ধরেই হৃদযন্ত্রে সমস্যায় ভুগছিলেন জাকির। ম্যানেজার নির্মলা বাচানি জানান, উচ্চরক্তচাপের সমস্যাও ছিল। গত দুই সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন জাকির। রবিবার তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এর পরেই রটে যায় হাসপাতালেই মৃত্যু হয়েছে জাকিরের।
সেই খবরকে নস্যাৎ করে দিয়ে তবলাবাদকের ভাইপো নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ''আমার কাকা এখনও বেঁচে রয়েছেন। সংবাদমাধ্যমের কাছে আমাদের আবেদন কোনও ভুল তথ্য ছড়াবেন না। সকলে ওঁনার জন্য প্রার্থনা করুন।''
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু, আমিরের এই পোস্টের ভক্তকূলে তৈরি হয়েছে ধোঁয়াশা।
