এ কোন হানি সিং! বলিউডের বিখ্যাত গায়ককে দেখে হতবাক অনুরাগীরা। তাঁর পরিবর্তন যেন অপ্রত্যাশিত এক চমক। কী এমন বদলালেন বিতর্কিত এই তারকা? কী হল তাঁর?

এক ধাক্কায় অনেকটা ওজন ঝরিয়ে ফেলেছেন ‘লুঙ্গি ডান্স’-এর হিট নির্মাতা। ৯৫ কেজি থেকে ৭৭ কেজি-তে পৌঁছেছেন। আগের তুলনায় এখন তিনি অনেকটাই ফিট। তাঁর নতুন লুক যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

সম্প্রতি একজন ভক্ত ইনস্টাগ্রামে হানির বর্তমান লুকের সঙ্গে তাঁর পুরনো ছবিগুলির তুলনা করে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে গায়কের মুখ - বিশেষ করে তাঁর নাক - আলাদা দেখাচ্ছে। সেই ভক্তের অনুমান যে, নিয়মিত জিম করা সত্ত্বেও, হানির শরীর ক্রমশ ‘সঙ্কুচিত’ হচ্ছে। এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে, র‍্যাপারের ব্যক্তিগত জীবনে বড় কিছু ঘটতে পারে।

হানিও ছাড়ার পাত্র একেবারেই নন। তাঁর চিরাচরিত রসিকতায় যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন। ভিডিওটির প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘আমার কিচ্ছু হয়নি। আমি আসন্ন সুন্দর দিনগুলির জন্য কঠোর পরিশ্রম করছি।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by JKXBANDIT| Motivation| Mumbai (@jkxbandit)