অনুরাগ কাশ্যপ তাঁর পরবর্তী ছবি ‘নিশানচি’ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রধান চরিত্রে অভিনয় করছেন বিনীত কুমার সিংহ। ১৯ সেপ্টেম্বর এটি বড় পর্দায় আসতে চলেছে। ছবিটি মুক্তির কয়েকদিন আগে, কাশ্যপ প্রকাশ করেছেন যে তিনি এই ছবিটি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে অফার করেছিলেন। তবে পরিচালক উল্লেখ করেছেন যে, প্রয়াত অভিনেতা দু’টি বড় সিনেমা– ‘দিল বেচারা’ এবং ‘ড্রাইভ’ সাইন করার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, “অনেক অভিনেতা এতে আগ্রহ দেখিয়েছেন, কিন্তু কেউ আমাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। আমি বলেছিলাম, আমি ছবিটিকে সঠিকভাবে তৈরি করব। এটি সেই সিনেমা যা আমি এক সময় সুশান্তের সঙ্গে করতে চেয়েছিলাম। তারপর তিনি দু’টি বড় সিনেমা পেলেন– ‘দিল বেচারা’ এবং ‘ড্রাইভ’। সেগুলি ছিল ধর্ম প্রোডাকশনের ছবি। তখন আমার সিনেমা পিছনে চলে গিয়েছিল, তারপর আমি… তিনি আর উত্তর দেননি, তাই আমি অন্য দিকে চলে গেলাম। এই ছবিটি ২০১৬ সালে তাঁর সঙ্গে ঘোষণা করা হয়েছিল।”

২০২০ সালে অনুরাগ জানিয়েছিলেন যে, সুশান্ত ‘হাসি তো ফাসি’ ছবিটি থেকে সরে দাঁড়ান কারণ তিনি ওয়াইআরএফ এবং ধর্ম প্রোডাকশনস থেকে প্রস্তাব পান। কাশ্যপ বলেছিলেন, “ওয়াইআরএফ তাঁকে ফোন করে বলেছিল, ‘আমরা তোমাকে একটি ডিল দেব। তুমি করো শুদ্ধ দেশি রোমান্স।’ সুশান্ত, যিনি কিনা আমার অফিসে মুকেশ ছাবরা এবং বাকি সকলের সঙ্গে বসতেন, তিনি ওয়াইআরএফ-এর সঙ্গে চুক্তি সাইন করেন। এবং হাসি তো ফাসি, যা আমাদের মতো একজন বহিরাগতদের ছবি ছিল, থেকে সরে দাঁড়ান। কারণ ওঁর ওয়াইআরএফ-এর  প্রশংসার খিদে ছিল। এটা সব অভিনেতার ক্ষেত্রেই ঘটে, তাই আমি কোনও রাগ ধরে রাখিনি।”

‘পবিত্র রিশতা’ খ্যাত সুশান্ত বলিউডে অভিষেক করেন ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাই পো চে!’ ছবির মাধ্যমে। এরপর তিনি ‘শুদ্ধ দেশি রোম্যান্স’) এবং ‘পিকে’-র মতো বিভিন্ন সফল ছবিতে অভিনয় করেন। ২০১৬ সালে তিনি বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি-এর চরিত্রে নজর কেড়ে নেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘কেদারনাথ’, ‘ছিছোরে’, এবং ‘দিল বেচারা’, যা তাঁর শেষ সিনেমা হিসেবে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

সুশান্তকে ২০২০ সালে ১৪ জুন মুম্বইয়ে তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। কিছু মানুষ এটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করলেও, অন্যরা বলেছিল এতে গোপন কোনও কু-প্রভাব থাকতে পারে। অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি তখন থেকেই ন্যায়বিচারের জন্য লড়াই চালাচ্ছেন।

গত বছর শ্বেতা একটি ভিডিও বিবৃতি দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে অভিনেতা-ভাইয়ের মৃত্যুর সিবিআই তদন্তের দিকে নজর দেওয়ার অনুরোধ জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির সাহায্য শুধুমাত্র তদন্তকে দ্রুত করবে না, বরং তাঁদের ব্যথিত হৃদয়কেও কিছুটা স্বস্তি দেবে।