নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার। ছবির নাম 'আমার বস'। ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায় এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাসকে। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে চলতি বছরের মে মাসে মুক্তি পাবে এই ছবি।

ছবি রিলিজের জন্য এই মাসটাকেই কেন বেছে নেন নন্দিতা- শিবপ্রসাদ জুটি। আজকাল ডট ইনকে শিবপ্রসাদ বললেন, "মে মাসটা আমার জন্য সবসময়ই বিশেষ, শুধু জন্মদিনের জন্য নয়, এই মাসটা মনে রাখার মতো কাম-ব্যাক আর ব্লকবাস্টা্র ছবির জন্যও।" এর পরই পরিচালক মনে করিয়ে দিয়েছেন একের পর এক সফল ছবির কথা। শিবপ্রসাদ জানান, ‘বেলাশেষে’-তে তাঁরা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে ‘ঘরে বাইরে’র পর আবার একসঙ্গে এনেছিলেন। একই ভাবে ‘প্রাক্তন’-এ একসঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁদের ফিরে আসা উদযাপন করেছিলেন তাঁরা। "বছরের পর বছর আমাদের ‘বেলাশেষে’, ‘পোস্ত’, ‘হামি’, ‘কণ্ঠ’, ‘ফাটাফাটি’র মতো ছবি মে মাসে ব্লকবাস্টার হয়ে মানুষের হৃদয় ছুঁয়েছে। এবার ‘আমার বস’-এর সঙ্গে ২২ বছর পর রাখী গুলজারকে ফিরিয়ে আনতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত। এটা সত্যিই উদযাপনের মাস!" বক্তব্য শিবপ্রসাদের।